শেষ বলে হেলিকপ্টার শট! ছক্কা হাঁকিয়ে বরোদাকে মুস্তাক আলির সেমিফাইনালে তুললেন সোলাঙ্কি, হার হরিয়ানার
কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির কায়দায় শেষ বলে হেলিকপ্টার শট চালালেন ব্যাটসম্যান। বিষ্ণু সোলাঙ্কির লম্বা ছক্কায় ভর করে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে পৌঁছল বরোদা। কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করলেন কেদার দেবধররা। মঙ্গলবার সন্ধ্যায় হওয়া টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে হিমাচল প্রদেশকে হারিয়েছে তামিলনাড়ু।

টসে জেতে বরোদা
সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বরোদা। অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানান দলের বোলাররা। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রানের বেশি তুলতে পারেনি হরিয়ানা।

বরোদার বোলিং
ম্যাচে বরোদার হয়ে সর্বাধিক ২ উইকেট নেন কার্তিক কাকাড়ে। একটি করে উইকেট নেন বাবাসাফি পাঠান ও অতীত শেঠ।

বরোদার ব্যাটিং
২০ ওভারে ২ উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় বরোদা। ওপেনার তথা দলের অধিনায়ক কেদার দেবধর ৪০ বলে ৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৪৬ বলে ৭১ রান করেন বিষ্ণু সোলাঙ্কি। চারটি চার ও পাঁচটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। তার মধ্যে অন্যতম শেষ বলের হেলিকপ্টার শট। যা দেখে সচকিত হয়েছে সোশ্যাল মিডিয়া। অধিনায়ক দেবধরের সঙ্গে ৬৮ রানের পার্টনারশিপ গড়েন সোলাঙ্কি। ম্যাচে হরিয়ানার হয়ে এক উইকেট নিয়েছেন ভারতীয় তারকা যুজবেন্দ্র চাহাল। এক উইকেট নিয়েছেন সুমিত কুমার।

সেমিফাইনাল মোকাবিলা
২৯ জানুয়ারি সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে পাঞ্জাবের মুখোমুখি হবে বরোদা। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী কর্নাটককে হারানো মনদীপ সিংরা, বরোদাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন। টুর্নামেন্টে চতুর্থ কোয়ার্টার ফাইনালে বিহার ও রাজস্থানের মধ্যে যে দল জিতবে, তারা তামিলনাড়ুর বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে। কোয়ার্টার ফাইনালে হিমাচল প্রদেশকে ৫ উইকেটে হারিয়েছেন দীনেশ কার্তিকরা।

ছবি সৌ:বিসিসিআই
আজ বাড়ি ফিরছেন না সৌরভ, কেমন আছেন মহারাজ, দাদাকে দেখে কী বললেন বৈশালী ডালমিয়া