For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Virat Kohli: বিরাটের শতরান না পাওয়ার ১০০০ দিন পূর্ণ, কটাক্ষ বার্মি আর্মির, পাল্টা ভারতীয়দের

Virat Kohli: বিরাটের শতরান না পাওয়ার ১০০০ দিন পূর্ণ, কটাক্ষ বার্মি আর্মির, পাল্টা ভারতীয়দের

Google Oneindia Bengali News

বিরাট কোহলির অফ ফর্ম বজায় রয়েছে তিন বছর হতে চলল। শেষ বার দেশের জার্সিতে বিরাট শতরান করেছিলেন গত দশকে। ২০১৯ সালের শেষের দিকে বিরাট কোহলি শতরান করেছিলেন শেষ বার ভারতের হয়ে। তার পর থেকে এক বারও তিন অঙ্কের সংখ্যায় পৌঁছতে পারেননি বিরাট। কোহলির এই ব্যাটিং ব্যর্থতাকেই কটাক্ষ করল ইংল্যান্ডের এক দল সমর্থকদের গোষ্ঠী বার্মি আর্মি।

বার্মি আর্মিরকটাক্ষ:

ইংল্যান্ডের এক দল সমর্থকদের একটি গ্রুপ এই বার্মি আর্মি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের অবাধ বিচরন। এই বার্মি আর্মি বেশি করে খবরে উঠে আসে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ম্যাচ থাকার সময়ে। অতীতে বহু বার ভারতীয় সমর্থকদের ট্রোলের শিকার হতে হলেও নিজেের পুরনো স্বভাব ছেড়ে বের হতে পারে না এই গোষ্ঠী। ১৯ অগস্ট এক হাজারতম দিন হল বিরাট কোহলি শতরান পাননি। বিরাটের এই ব্যর্থতাকে নিয়ে কোনও শব্দ খরচ না করে স্রেফ টুইটারে '১০০০ দিন' লেখে তারা। ভারতীয় সমর্থকের বুঝতে অসুবিধা হয়নি ইঙ্গিত কোন দিকে।

ইংল্যান্ডকে কটাক্ষ:

ভারতীয় দল এবং বিরাট কোহলির এক সমর্থক বার্মির আর্মির এই টুইট দেখে ইংল্যান্ডের সাপোর্টার বেসকে পাল্টা দিতে ভুল করেনি। ভারতের মাটিতে কত দিন আগে ইংল্যান্ড সিরিজ জিতেছিল সেটা বার্মি আর্মিকে মনে করিয়ে দিয়েছে ওই সমর্থক। তিনি লিখেছেন, "৩৫৩২ দিন আগে ভারতের বিরুদ্ধে ভারতে যে কোনও ফরম্যাটে শেষ সিরিজ জিতেছিল ইংল্যান্ড।"

হাসি মুখে কটাক্ষ:

'ভারতের ক্রিকেটারদের প্রতি আপনাদের আসক্তি দেখে ভাল লাগে', লিখেছেন এক সমর্থক। তাঁর আরও সংযোজন, "ইন্টারনেটে নিজেদের অস্তিত্ব টিকিয়ে থাকার জন্য এমনটা আপনারা করে থাকেন। আপনাদের নিজেদের দেশের ক্রিকেটপ্রেমীদের থেকেই লাইক পান না।"

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক তিন শতরানকারীর তালিকায় আসেন বিরাট:

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক তিন শতরানকারীর তালিকায় আসেন বিরাট:

দীর্ঘ দিন কোনও শতরান না পেলেও বিরাট কোহলির কৃতিত্ব কোনও ভাবেই ছোট করে দেখার মতো নয়। আন্তর্জাতিিক ক্রিকেটে সর্বাধিক তিন শতরানকারী ব্যাটসম্যানের মধ্যে একজন বিরাট। ৬৬৪টি ম্যাচে ১০০টি শতরান করে এই তালিকার শীর্ষে রয়েছে সচিন তেন্ডুলকর। দ্বিতীয় স্থানে রয়েছেন ৫৬০ ম্যাচে ৭১টি শতরান করা রিকি পন্টিং। এর ঠিক পরেই অর্থাৎ তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ৪৬৩ ম্যাচে ৭০টি শতরান করেছেন বিরাট।

English summary
Barmy Army troll Virat Kohli, Indians fan hit back, Barmy Army only wrote 1000 days ironically. Indian fans easily understand what the fan group of England cricket wants to indicate and they hit back.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X