
ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত বাংলাদেশের, ভারতের দলে একাধিক পরিবর্তন
ভারতরে বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ উইনিং কম্বিনেশনে একটি পরিবর্তন করেছে। হাসান মাহমুদের পরিবর্তে খেলছেন নাসুম আহমেদ। ভারতের দলে দুইটি পরিবর্তন রয়েছে। শাহবাজ আহমেদের জায়গায় এসেছেন অক্ষর প্যাটেল এবং কুলদীপ সেনের পরিবর্তে দলে এসেছেন উমরান মালিক।

তিন ম্যাচের ওডিআই সিরিজে পরাজয় দিয়ে শুরু করেছে ভারত। লো স্কোরিং থ্রিলারে এক উইকেটে বাংলাদেশ পরাজিত করেছি ভারতকে প্রথম ওডিআই ম্যাচে ঢাকার শের ই বাংলা স্টেডিয়ামে। ফলে সিরিজে হার বাঁচাতে হলে এই ম্যাচে যে কোনও মূল্যে জয় প্রয়োজন ভারতের। শের ই বাংলা স্টেডিয়ামেই খেলা হচ্ছে দ্বিতীয় ম্যাচটি।
এ দিন টসের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, "আমাদের ভাল খেলতে হবে, কম রানের মধ্যে ওদের আটকে ভাল ব্যাটিং করতে হবে। বিগত দিন ভাল ট্রেনিং হয়েছে, আমাদের কী করতে হবে সেই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, আশা করি তার প্রতিফলন খেলার মধ্যে দেখা যাবে।" বাংলাদেশের অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, এই ম্যাচে খেলার জন্য তাঁর দল মুখিয়ে রয়েছে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হয়ে যায় তাই তাঁরা চান প্রথমে ব্যাটিং করতে।
ভারত:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, দীপক চাহার, মহম্মদ সিরাজ,উমরান মালিক
বাংলাদেশ:
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), অনামূল হক, শাকিব আল হাসান, মুসফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমদুল্লাহ, আফিফ হোসেন, মেহদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান
MCD Election Results: জেলে মেসেজ নিতে থাকা সতেন্দ্র জৈনের এলাকাতে বড় জয় বিজেপির