For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিডিও: ড্রেসিংরুমে ফিরে মুশফিকুর-ইবাদত'দের কন্ঠে ‘আমরা করব জয়’, বছরের শুরুতেই ‘বাঘের গর্জন’ শুনল ক্রিকেট বিশ্ব

Google Oneindia Bengali News

বছরের শুরুতেই টাইগার'দের 'গর্জন' শুনল বিশ্ব ক্রিকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাঠে প্রথমবার টেস্ট জিতে ক্রিকেট সার্কিটে আলোড়ন তৈরি করেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার সাত মাসের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে এই হার ধাক্কা দিয়েছে নিউজিল্যান্ড শিবির'কেও। ঘরের মাঠে টেস্ট ফরম্যাটে ছুটতে থাকা অশ্বমেধের ঘোড়া হোঁচট খেয়েছে।

ভিডিও: ড্রেসিংরুমে ফিরে মুশফিকুর-ইবাদতদের কন্ঠে ‘আমরা করব জয়’, বছরের শুরুতেই ‘বাঘের গর্জন’ শুনল ক্রিকেট বিশ্ব

বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই জয়কে স্মরণীয় করে রাখল মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ড্রেসিংরুমে ফিরেই সেলিব্রেশন শুরু করেন মুশফিকুর রহিম, লিটন দাস সহ দলের সকল ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ। ড্রেসিং রুমের মধ্যে শুদ্ধ বাংলা ভাষায় দলের প্রত্যেক সদস্যের কন্ঠে 'আমরা করব জয় নিশ্চয়' গান। বাঙালির আবেগ, হার না মানা জেদের সঙ্গীতে অবতরনের ভাষা এর থেকে মধুর আর কী-ই বা হতে পারে।

নিউজিল্যান্ডের পরিস্থিতিতে ব্ল্যাক ক্যাপস'দের বিরুদ্ধে বাংলাদেশের জয়ের মূল কাণ্ডারী ইবাদত হোসেন ম্যাচ শেষে আবেগ তাড়িতে হয়ে পড়েন। কেরিয়ারে প্রথম বার এক ইনিংসে ছয় উইকেট পাওয়া ইবাদাত এই জয়'কে উৎসর্গ করতে চান বাংলাদেশের প্রতিটা মানুষ'কে, যাঁরা প্রিয় দলের কোনও বড় সাফল্য না থাকা স্বত্ত্বেও ক্রমাগত পাশে থেকেছেন বছরের পর বছর। আবেগআপ্লুত ইবাদত বলেছিলেন, "আমাদের ভাই'রা এবং দল শেষ ২১ বছর নিউজিল্যান্ডে কখনও জিততে পারেনি। এই সফরের আগেই নিজেদের লক্ষ্য আমরা স্থির করে ফেলেছিলাম। নিজেদের হাত উপরে তুলে আমরা প্রতিজ্ঞা করেছিলাম নিউজিল্যান্ড'কে তাদেরই মাটিতে আমাদের হারাতে হবে।"

পদ্মাপারের ক্রিকেট'কে নতুন ভোরের দিশা দেখানো বর্তমান বাংলাদেশ দলের অন্যতম সদস্য ইবাদতের কথা, "আমরা টেস্ট চ্যাম্পিয়নদের হারিয়েছে, আমাদের পরবর্তী প্রজন্মকেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে।"

ক্রিকেটার হলেও ইবাদতের আলাদা একটি পরিচয় রয়েছে। তিনি বাংলাদেশ বায়ু সেনার এক জন সৈনিক। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, "আমি বাংলাদেশ বায়ু সেনা'র এক জন সৈনিক ফলে আমি জানি কী ভাবে স্যালুট করতে হয়। ভলিবল থেকে ক্রিকেট, অনেক বড় এক ইতিহাস রয়েছে এর নেপথ্যে। বাংলাদেশ দলের একজন সদস্য হিসেবে আমি এই খেলাকে উপভোগ করি।"

চোখ ধাঁধানো স্পেলের সৌজন্যে এই টেস্টে ম্যাচের সেরার স্বীকৃতি পেয়েছেন ইবাদত হোসেন। প্রথম ইনিংসে এক উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে তাঁর ধ্বংসাত্মক স্পেলের সৌজন্যেই মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড, যা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে কিউয়ি'দের সর্বনিম্ন রান। এই ইনিংসে ইবাদতের বোলিং ফিগার ২১-৬-৪৬-৬।

English summary
Bangladesh script history in New Zealand after winning against world champion team by 8 wickets. This is the first ever victory Bangladesh registered in New Zealand soil. Ebadot Hossain elected as man of the match. He took six wickets in second inning to help Bangladesh to beat World Test Champion in their own backyard.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X