For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

NZ vs BAN: বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মাটিতে নয়া অধ্যায়ের সূচনা করল টাইগার বাহিনী

Google Oneindia Bengali News

ফের জায়েন্ট কিলার হিসেবে ধরা দিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড'কে তাদেরই ঘরের মাঠে আট উইকেটে হারাল টাইগার বাহিনী। একই সঙ্গে লাগাতার ১৭টি টেস্টে অপরাজিত তকমা হারাল কিউয়ি দল। নিউজিল্যান্ডের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। মমিনুল হক, লিটন দাস, মাহমদুল হাসান জয়ের মতোই বাংলাদেশের এই রূপকথা'র জয়ের মুখ্য কারিগর ইবাদত হোসনে।

NZ vs BAN: বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মাটিতে নয়া অধ্যায়ের সূচনা করল টাইগার বাহিনী

তরুণ এই পেসার নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে সিরিজের আয়োজকদের ১৬৯ রানে গুটিয়ে দেন। টম লেথামের নেতৃত্বাধীন ব্ল্যাক ক্যাপস মাত্র ৪০ রানের টার্গেট বাংলাদেশের সামনে রাখতে সমর্থ হয়, যা দুই উইকেটের বিনিময়ে তুলে নেন মমিনুল'রা।

বছরের শুরুতেই এটিকে টেস্ট ক্রিকেটে সব থেকে বড় অঘটন হিসেবে উল্লেখ করলেও ভুল হবে না। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ হেরে নিউজিল্যান্ডে এসেছিল বাংলাদেশ। তবে, দলের অন্যতম দুই প্রধান ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লা'র অনুপস্থিতিতে এই পারফরম্যান্স প্রশংসা'র দাবি রাখে। ইংল্যান্ডের মাটিতে ভারত'কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব নিউজিল্যান্ড জিতেছে সাত মাসও হয়নি।

মমিনুল হক অ্যান্ড কোং-এর এই সাফল্যে ক্রিকেট সার্কিট যেমন অবাক তেমনই উচ্ছ্বসিত। অনুপস্থিত থাকলেও দলের এই জয়ে টুইট করে সতীর্থদের প্রশংসা করেছেন সাকিব। তিনি লিখেছেন, "আমাদের ফাস্ট বোলাররা দারুণ পারফরম্যান্স করেছে এবং একই রকম ভাল পারফর্ম করেছে ব্যাটসম্যানরাও। দিনটা'কে উপভোগ কর। তোমরা সব রকম প্রশংসার দাবি রাখো।"

প্রতিবেশি দলের সাফল্যে মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। একই রকম প্রতিবেশি দেশটি'র প্রশংসা শোনা গিয়েছে ভিভিএস লক্ষ্ণণ-এর গলায়ও। লক্ষ্মণ বলেন, "মাউন্ট মনগানুই-তে ইতিহাস তৈরি করার জন্য বাংলাদেশ'কে শুভেচ্ছা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় এবং তাও যদি আট উইকেটে হয় তা সত্যি অনুপ্রেরনা দেয়। আমি নিশ্চিত এই জয়ের স্বাদ দীর্ঘ সময় উপভোগ করবে (ওরা)।"

নিউজিল্যান্ডের সাফল্যে উচ্ছ্বসিত আকাশ চোপড়া বলেন, "দারুণ খেলছ বাংলাদেশ। খুব বেশি দল নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ড'কে হারাতে পারে না। টেস্ট ক্রিকেটের জন্য দারুণ বছর ছিল ২০২১। একই রকম ভাবে ২০২২ সালটাও দারুণ ভাবে শুরু হয়েছে।"

প্রথম টেস্টে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৩২৮ রানে শেষ হয়ে যায়। প্রথম ইনিংসে তিনটি করে উইকেট নেন সোরিফুল ইসলাম এবং মেহদি হাসান। নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৪৫৮ রান তোলে বাংলাদেশ। মাহমদুল হাসান জয় (৭৮), মমিনুল হক (৮৮), লিটন দাস (৮৬), নাজমুল হোসেন শান্ত (৬৪) বাংলাদেশের ইনিংসে নিজের অবদান রাখেন। নিউজিল্যান্ডের হয়ে চার উইকেট নেন ট্রেন্ট বোল্ট। অপর দিকে, দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। ইবাদাত হোসেন একাই দ্বিতীয় ইনিংসে ভীত নাড়িয়ে দেয় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের। তাঁর ছয় উইকেট এবং তাসকিন আহমেদের তিন উইকেটের সৌজন্য নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৬৯ রানে। জয়ের জন্য বাংলাদেশের কাছে টার্গেট ছিল ৪০ রান। দুই উইকেটের বিনিময়ে সেই রান তুলে নেয় পদ্মাপারের দল।

English summary
Bangladesh script history in New Zealand after winning against world champion team by 8 wickets. This is the first ever victory Bangladesh registered in New Zealand soil. In scale of unlucky result in the test cricket, this is right up there.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X