For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুশ্চিন্তায় কেকেআর, আইপিএল ২০২১-এর জন্য শাকিবকে এনওসি দেওয়ার সিদ্ধান্তের পুনর্বিবেচনা

দুশ্চিন্তায় কেকেআর, আইপিএল ২০২১-এর জন্য শাকিবকে এনওসি দেওয়ার সিদ্ধান্তের পুনর্বিবেচনা

  • |
Google Oneindia Bengali News

চোটের কারণে বাইশ গজ থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চারকে আইপিএল ২০২১-এর প্রথম পর্বে পাচ্ছে না রাজস্থান রয়্যালস। যা ওই ফ্র্যাঞ্চাইজির কাছে বড় ধাক্কা। একই ভাবে শাকিব আল হাসানকে দুশ্চিন্তা বাড়ছে কলকাতা নাইট রাইডার্সের। কারণ বাঁ-হাতি অল রাউন্ডারকে আইপিএল খেলার জন্য নো অবজেকশান সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনা

সম্প্রতি অল রাউন্ডার শাকিব আল হাসানের এক চিঠির প্রেক্ষিতে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে আইপিএল ২০২১ খেলার জন্য শাকিবকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছুটি দিয়েছিল বিসিবি। শাকিবের দাবি পাল্টে যেতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অল রাউন্ডারকে নিয়ে তাদের পুরনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে চলেছে বলে জানানো হয়েছে। শ্রীলঙ্কা সফরমুখী বাংলাদেশ ক্রিকেট দলে শাকিবকে অন্তর্ভূক্ত করার ভাবনাচিন্তা শুরু হয়েছে।

কী বলেছেন শাকিব

কী বলেছেন শাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল যে এক চিঠিতে শাকিব আল হাসান নাকি জানিয়েছেন যে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ খেলবেন। পরিবর্তে তিনি কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের হয়ে আইপিএল ২০২১ খেলবেন বলে শাকিব নাকি ওই চিঠিতে জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডারকে নো অবজেকশান সার্টিফিকেটও দিয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি নিজের পুরনো বক্তব্য থেকে সরে দাঁড়িয়েছেন শাকিব। জানিয়েছেন যে তিনি টেস্ট খেলবেন না বলে জানাননি। বরং বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে তিনি আইপিএল খেলবেন বলে জানিয়েছিলেন, এমনটাই দাবি শাকিবের।

ফের কেকেআরে শাকিব

ফের কেকেআরে শাকিব

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন শাকিব আল হাসান। দলকে ২০১২ ও ২০১৪ সালের খেতাব জেতাতে বাংলাদেশী অল রাউন্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ২০১৮ সালের মেগা নিলামে শাকিবকে কিনে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ফলে তিন বছর ফের কলকাতার দলে ফিরতে চলেছেন বাংলাদেশের শাকিব।

আইপিএলে শাকিব

আইপিএলে শাকিব

আইপিএলে সবকটি দল মিলিয়ে এখনও পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলেছেন শাকিব আল হাসান। ৭৪৬ রান এসেছেন তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টে ৫৯টি উইকেটও রয়েছে শাকিবের নামের পাশে।

English summary
Bangladesh Cricket Board will reconsider NOC to Shakib Al Hasan to play IPL 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X