For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদের জোর দেবে না বাংলাদেশ বোর্ড

পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদের জোর দেবে না বাংলাদেশ বোর্ড

  • |
Google Oneindia Bengali News

আঁটোসাঁটো নিরাপত্তা থাকা সত্ত্বেও পাকিস্তানে ক্রিকেট খেলতে যাওয়ার জন্য দেশের ক্রিকেটারদের জোর করবেন না বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ বোর্ডের সভাপতি নাজমুল হাসান। একমাত্র ইচ্ছুক ক্রিকেটারদেরই ইমরান খানের দেশে খেলতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদের জোর দেবে না বাংলাদেশ বোর্ড

২০২০-র জানুয়ারি তাদের মাটিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। তার মধ্যে একটি টেস্ট গোলাপি বলে খেলার জন্যও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি-র কাছে আবেদন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি।

তার প্রেক্ষিতে পাকিস্তানে তাঁদের দেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বলে বাংলাদেশে ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তায় কোনও গাফিলতি না রাখার আশ্বাস দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেটাররা, পাকিস্তানে খেলতে যেতে কতটা রাজি হবেন, তা নিয়ে সন্দেহে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হক বলেছেন, তাঁদের দেশের কোনও ক্রিকেটার পাকিস্তানে খেলতে যেতে না চাইলে, তিনি তাঁদের জোর করবেন না। তা এখনই পাকিস্তান সফরের জন্য পরিবর্ত দল নিয়ে তিনি ভাবছেন না বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সময় আছে বলেও জানিয়েছেন নাজমুল হক। তাঁর আগে, বাংলাদেশের জুনিয়র মহিলা ও পুরুষ দল পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলেছে। তবে এবারের বিষয়টি সম্পূর্ণ আলাদা বলে দাবি করেছেন বিসিবি সভাপতি।

English summary
Bangladesh Cricket Board can't force it's players to travel Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X