For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিমের অধিনায়কোচিত শতরানে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Google Oneindia Bengali News

সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। দেখার ছিল সিরিজ জয়ের ব্যবধান কী হয়। তামিম ইকবালের অধিনায়কোচিত শতরানের সুবাদে শেষে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল বাংলাদেশ।

জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

জয়ের জন্য ২৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আটটি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৯৭ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। প্রায় পাঁচ বছর পর দেশের হয়ে খেলতে নেমে ৩৯ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান। আফিফ হোসেন অপরাজিত থাকেন ২৬ রানে। শাকিব আল হাসান ও মহম্মদ মিঠুন দুজনেই করেন ৩০। লিটন দাস এদিন আউট হন ৩২ রানে।

এর আগে, হারারেতে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ওপেনার তথা উইকেটকিপার রেগিস চাকাবভা-র ৮৪, রায়ান বুরির ৫৯ ও সিকান্দর রাজার ৫৭ রানের সুবাদে ব্রেন্ডন টেলরের জিম্বাবোয়ে ৪৯.৩ ওভারে ২৯৮ রান তুলতে সক্ষম হয়। মহম্মদ সৈফুদ্দিন ৮ ওভারে ৮৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ৯.৩ ওভারে মুস্তাফিজুর রহমানও তিন উইকেট নেন, ৫৭ রানের বিনিময়ে।

হাঁটুতে চোটের কারণে আপাতত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে এদিন ১৪তম ওয়ান ডে ইন্টারন্যাশনাল শতরান করে ম্যাচের সেরার পুরস্কার পাওয়া তামিম। তিনি দেশে ফিরবেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি ২০ সিরিজ এবং দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও তিনি খেলতে পারবেন না। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন শাকিব আল হাসান। সিরিজে টানা তিনটি ম্যাচে জিতে আইসিসি বিশ্বকাপের সুপার লিগে আপাতত দুইয়ে রয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের পরেই বেঙ্গল টাইগারদের সংগ্রহে ১২ ম্যাচে ৮০ পয়েন্ট। ৮ ম্যাচে ৪৯ পয়েন্ট সংগ্রহ করে তিনে রয়েছে ভারত।

English summary
Bangladesh Captain Tamim Iqbal's Century Secures 3-0 ODI Series Win Against Zimbabwe. Tamim Hits His 14th ODI Century Before Leaving For His Country Due To Knee Injury.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X