For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেজাজ হারিয়ে আপত্তিকর শব্দ প্রয়োগ, শাস্তি বাংলাদেশ অধিনায়ক তামিমের

Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মোটেই ভালো গেল না বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের। শ্রীলঙ্কার কাছে ৯৭ রানে ম্যাচ হেরে হোয়াইটওয়াশ করা গেল না। সেই সঙ্গে সিরিজ জিতেও শাস্তির মুখে পড়লেন তামিম।

মেজাজ হারিয়ে আপত্তিকর শব্দ প্রয়োগ, শাস্তি তামিমের

ঘটনার গতকাল মীরপুরে শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসের দশম ওভারে। এই ওভারে দুষ্মন্ত চামিরার তৃতীয় বলে আম্পায়ার তামিমকে কট বিহাইন্ড আউট দেন। রিভিউ নেন তামিম। যদিও রিপ্লে দেখে আউট কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি তৃতীয় আম্পায়ার। ফলে তামিমের রিভিউ সফল হয়নি। মাঠের আম্পায়ার আগেই আউট দেওয়ায় প্যাভিলিয়নে ফিরতে হয়। তখনই মেজাজ হারান বাংলাদেশ অধিনায়ক।

মেজাজ হারিয়ে আপত্তিকর শব্দ প্রয়োগ, শাস্তি তামিমের

আইসিসি আজ এক বিবৃতিতে জানিয়েছে, গতকালের ম্যাচে আউট হওয়ার পর অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটিয়ে আপত্তিজনক শব্দ প্রয়োগ করেছিলেন তামিম। যা শোনা গিয়েছে। অশ্লীল বা আপত্তিজনক ভাষা প্রয়োগে আইসিসি-র আচরণবিধি লঙ্ঘন করেছেন বাংলাদেশ অধিনায়ক। এ জন্য তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা ধার্য করা হয়েছে। গত ২৪ মাসে এই প্রথম তামিম এই অপরাধ করায় শৃঙ্খলাজনিত রেকর্ডে তামিমের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

মেজাজ হারিয়ে আপত্তিকর শব্দ প্রয়োগ, শাস্তি তামিমের

তামিম ম্যাচ রেফারি নীয়ামুর রশিদের কাছে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। বাংলাদেশ অধিনায়কের নামে অভিযোগ এনেছিলেন মাঠের দুই আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে শাহিদ ও তনভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার গাজি সোহেল ও ফোর্থ অফিসিয়াল মাসুদুর রহমান। ওপেন করতে নেমে ২৯ বলে ১৭ রান করেন তামিম। রিপ্লেতে দেখা গিয়েছে বল যখন মাটিতে লাগে তখনই ব্যাটের পাশ দিয়ে বল অতিক্রম করে। ফলে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তৃতীয় আম্পায়ার। তামিম বলেন, এটা খুব হতাশাজনক। বল ব্যাটে লাগেনি বলে আমি ১০০ শতাংশ নিশ্চিত ছিলাম। তাই রিভিউ নিই। তৃতীয় আম্পায়ারের পক্ষেও বোঝা সম্ভব ছিল না। অন-ফিল্ড আম্পায়ার যদি আগেই আউট না দিতেন তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো।

English summary
Bangladesh Captain Tamim Iqbal Fined For Using Obscene Language During Third ODI Against Sri Lanka. Tamim Used Inappropriate Language After An Unsuccessful Review Of His Caught-Behind Dismissal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X