অস্ট্রেলিয়াকে হারানো নিয়ে কী বললেন বাংলাদেশের অধিনায়ক
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু। তারপর ওয়েস্ট ইন্ডিজের মতো হেভিওয়েট দলকে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মারশাফিদের প্রতিপক্ষ এবার গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। লক্ষ্মীবার অজিদের আটকে দিয়ে বিশ্বকাপের তৃতীয় অঘটন ঘটাতে পারবে কি টাইগাররা?

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তাজা অবশ্য আত্মবিশ্বাসী। ম্যাচের আগে মারশাফি বলেন, 'অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ হলেও তাঁদের হারানোটা অসম্ভব নয়।'
প্রসঙ্গত চলতি বিশ্বকাপে বাংলাদেশ দুই হেভিওয়েট দলের বিরুদ্ধেই ৩০০ প্লাস রান করে ম্যাচ জিতেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিরুদ্ধে ৩৩০ রান তুলে ডিফেন্ড করেছিল মাশরাফিরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আবার ৩২২ রান তাড়া করতে নেমে ম্যাচ জিতেছে টাইগাররা। এই স্কোরগুলোই বলে দিচ্ছে বৃহস্পতিবার অজিদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে বাংলাদেশ।
সেই সঙ্গে দলের এক্স ফ্যাক্টর শাকিব আল হাসান। বিশ্বকাপে বাংলাদেশ যে দুটি ম্যাচ জিতেছে, দুই ক্ষেত্রেই দলের হয়ে বড়ো রান হাঁকিয়েছেন শাকিব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ৭৫ রান করেন বাঁ-হাতি অলরাউন্ডার। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। এছাড়াও চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি শতরান রয়েছে। ফলে অজিদের কঠিন চ্যালেঞ্জ জানাতে পারেন ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর অল-রাউন্ডার।
চলতি বিশ্বকাপে ব্যাটসম্যানদের দুরন্ত ফর্মের বিচারে মাশরাফি তাই আরও বলেছেন, 'টুর্নামেন্টে টিঁকে থাকতে গেলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচ আমাদের জিততেই হবে। টুর্নামেন্টে দুই বড় জয়, ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছে। এখন থেকে টিম বিশ্বাস করতে শুরু করেছে, বিশ্বকাপে যে কোনও দলকেই আমরা মাটি ধরাতে পারি।'
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Highest wicket-taker for Bangladesh in ODIs against Australia<a href="https://twitter.com/hashtag/BCB?src=hash&ref_src=twsrc%5Etfw">#BCB</a> <a href="https://twitter.com/hashtag/RiseOfTheTigers?src=hash&ref_src=twsrc%5Etfw">#RiseOfTheTigers</a> <a href="https://twitter.com/hashtag/KhelbeTigerJitbeTiger?src=hash&ref_src=twsrc%5Etfw">#KhelbeTigerJitbeTiger</a> <a href="https://t.co/pa2zHhcwpO">pic.twitter.com/pa2zHhcwpO</a></p>— Bangladesh Cricket (@BCBtigers) <a href="https://twitter.com/BCBtigers/status/1141320843286335488?ref_src=twsrc%5Etfw">June 19, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> <blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Highest average for Bangladesh in ODIs against Australia<a href="https://twitter.com/hashtag/BCB?src=hash&ref_src=twsrc%5Etfw">#BCB</a> <a href="https://twitter.com/hashtag/RiseOfTheTigers?src=hash&ref_src=twsrc%5Etfw">#RiseOfTheTigers</a> <a href="https://twitter.com/hashtag/KhelbeTigerJitbeTiger?src=hash&ref_src=twsrc%5Etfw">#KhelbeTigerJitbeTiger</a> <a href="https://t.co/EAW3QUC3wg">pic.twitter.com/EAW3QUC3wg</a></p>— Bangladesh Cricket (@BCBtigers) <a href="https://twitter.com/BCBtigers/status/1140941330664714240?ref_src=twsrc%5Etfw">June 18, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>