For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের 'শাপমুক্তি' হতেই স্টেডিয়ামে বসে কাঁদলেন বাবরের বাবা! সান্ত্বনা দিতে এলেন সমর্থকরা

পাকিস্তানের 'শাপমুক্তি' হতে স্টেডিয়ামে বসেই কাঁদলেন বাবরের বাবা! সান্ত্বনা দিতে এলেন সমর্থকরা

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে লজ্জাজনক হার ভারতের। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর গোটা পাকিস্তান এই মুহূর্তে উৎসবে মেতে। সীমান্তের ওপারে শুধু একটাই নাম Babar Azam। কার্যত তাঁর নামে ধন্য ধন্য করছে এই মুহূর্তে পাকিস্তানের মানুষ। Babar Azam ক্রিকেটের ময়দানে যে কাজ করে দেখিয়েছেন তা ইমরান খানের মতো ক্যাপ্টেনও করে দেখাতে পারেননি। শুধু ক্যাপ্নেনশিপ হিসাবে নয়, ব্যাটিংয়েও নজর কেড়েছেন তিনি। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন বাবর আজম। আর এই ম্যাচের পরেই ক্যাপ্টেনের বাবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

স্টেডিয়ামে ছিলেন বাবা এবং ভাই

স্টেডিয়ামে ছিলেন বাবা এবং ভাই

দুবাইয়ের মাটিতে এবার টি-২০ বিশ্বকাপ হচ্ছে। এই অবস্থায় ভারত এবং পাকিস্তানের ম্যাচের সাক্ষী থাকতে দুবাইতে পৌঁছে যান Babar Azam-এর বাবা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে, স্টেডিয়ামে বসে রয়েছেন তিনি আর একাধিক পাকিস্তানি সমর্থক তাঁকে ঘিরে রেখেছে। শুধু তাই নয়, বাবার আজমের সমর্থনে লাগাতার গলা ফাটাতে দেখা গিয়েছে ওই সমস্ত সমর্থকদের। শুধু বাবর আজমের বাবাই নয়, স্টেডিয়ামে ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষি থাকতে উওস্থিত ছিলেন তাঁর ভাইও।

বাবরের হাতেই শাপমুক্তি

বাবরের হাতেই শাপমুক্তি

ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পাকিস্তানের। এতদিন পাকিস্তানের বিরুদ্ধে যতগুলি ম্যাচ খেলতে নেমেছিল ভারত সবগুলি হারতে হয় পাকিস্তানকে। বলে রাখা প্রয়োজন ধোনি ক্যাপ্টেণশিপে ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের জন্যে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। এখনও পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে টি-২০ বিশ্বকাপে পাঁচটি খেলা হয়েছে। প্রত্যেকটা খেলাতেই ভারতের জয় হয়েছে। অন্যদিকে ওয়ান ডে বিশ্বকাপে দুই দেশের মধ্যে ৭টি খেলা হয়েছে। আর এই খেলাতেও পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনও দিনই জয় পায়নি। কিন্তু এবার বাবরের হাত থেকেই শাপমুক্তি!!

জয়ের পরেই চোখ মুঝতে দেখা যায়

জয়ের পরেই চোখ মুঝতে দেখা যায়

ঐতিহাসিক এই জয়ের পরেই বাবারের বাবাকে কাঁদতে দেখা যায়। স্টেডিয়ামে বসেই বারবার চোখ মুঝতে থাকেন তিনি। আর তাঁকে ঘিরে থাকা পাকিস্তানি সমর্থকরা বারবার সান্ত্বনা দিতে থাকেন। এমনকি বাবরের ভাইকেও একটা সময় বাবাকে জড়িয়ে সান্ত্বনা দিতে দেখা গিয়েছে। তবে এই চোখের জল কোনও কষ্টে নয়, বরং আনন্দের। খুশির। ছেলের হাতেই দীর্ঘদিনের শাপমুক্তি। হাজার হাজার পাকিস্তানবাসীর কারত স্বপ্নপূরণ ছেলের হাত ধরেই। আর সেই গর্বেই গর্বিত বাবা। আর সেই কারনেই চোখে জল।

১৩তম ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পকিস্তানের

ভারতের কোনও কিছুই ঠিক হয়নি। প্রথম থেকে শেষ পর্যন্ত পাকিস্তান ডোমিনেট করেছে টি-২০ ২০২১ বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচে। পাকিস্তান এই প্রথম ভারতকে ১০ উইকেটে হারাল। ভারত কোনওদিনও এর আগে টি ২০-তে ১০ উইকেটে হারেনি। পাকিস্তানও কোনওদিন ১০ উইকেটে জেতেনি। ভারতের অপরাজিত থাকার রেকর্ডের দিনেই আরও একটি পালক জুড়ল পাকিস্তানের মুকুটে। শুধু টি-২০ বিশ্বকাপেই নয়, নির্ধারিত ওভারের বিশ্বকাপের ইতিহাসে কোনওদিন ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান। বিরাট-শাস্ত্রীয় যুগে সেই মিথ ভেঙে গেল। ভারতকে গোহারা হারিয়ে পাকিস্তান ১২ ম্যাচ পর জয় পেল ভারতের বিরুদ্ধে।

ম্যাচ শুরুর আগে কেন হাঁটু গেড়ে বসেছিলেন ভারতীয় ক্রিকেটাররা, জানালেন বিরাট কোহলিম্যাচ শুরুর আগে কেন হাঁটু গেড়ে বসেছিলেন ভারতীয় ক্রিকেটাররা, জানালেন বিরাট কোহলি

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Babar's father cried after Pakistan Won match against India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X