For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবর আজমের শতরানে পিছিয়ে পড়লেন রোহিত-বিরাটরা, ভারতের একাধিক রেকর্ড চুরমার

  • |
Google Oneindia Bengali News

করাচিতে হাই স্কোরিং ম্যাচে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে টি ২০ সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। সাত ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচটি আজ। গতকালের ম্যাচে বাবর আজম ও মহম্মদ রিজওয়ান জুটির দখলে এলো এক ঈর্ষণীয় রেকর্ড। সেই সঙ্গে একাধিক নজিরের ফাঁকে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলকে টপকে গেলেন পাক অধিনায়ক বাবর।

বাবরের দাপট

বাবরের দাপট

সম্প্রতি আইসিসি টি ২০ আন্তর্জাতিক ব্যাটারদের ক্রমতালিকায় সিংহাসন খুইয়েছেন বাবর। তাঁর ব্যাটে ভর করেই ইংল্যান্ডকে গতকাল ৩ বল বাকি থাকতে জেতে পাকিস্তান। জয়ের জন্য পাকিস্তানের টার্গেট ছিল ২০০। বাবর আজম ১১টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৬৬ বলে ১১০ রানে অপরাজিত থাকেন। ৫১ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। বিরাট কোহলির টি ২০ আন্তর্জাতিকে শতরান রয়েছে একটি। বাবর আজম পেলেন টি ২০ আন্তর্জাতিকে দ্বিতীয় শতরান। এই নিয়ে টি ২০ ক্রিকেটে তাঁর মোট শতরান হলো সাতটি। রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলির টি ২০ ক্রিকেটে রয়েছে ৬টি করে শতরান। টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর তালিকায় অ্যারন ফিঞ্চকে টপকে পঞ্চম স্থানে চলে এলেন বাবর। তাঁর রান ৮২ ম্যাচে ৭৭ ইনিংসে ২৮৯৫। আর ১৭ রান করলে তিনি পল স্টার্লিংকে টপকে চারে (রোহিত শর্মা, বিরাট কোহলি ও মার্টিন গাপটিলের পরেই) চলে আসতে পারবেন।

জুটিতে লুটি

জুটিতে লুটি

টি ২০ ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে সর্বাধিক রানের পার্টনারশিপের রেকর্ডকে আরও উন্নত করলেন বাবর ও রিজওয়ান। গতকাল পাকিস্তান করে ২০৩। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে বাবর-রিজওয়ান জুটিতে ওঠে ১৯৭ রান। টি ২০ ক্রিকেটে এটিই রান তাড়া করতে নামা কোনও দলের কোনও উইকেট না হারিয়ে ছিনিয়ে নেওয়া সবচেয়ে বড় জয়। ২০১৭ সালে আইপিএলে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স বিনা উইকেটে ১৮৪ তুলে জেতে। ২০১৬ সালে নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ১৬৯ রান তুলে হারিয়েছিল পাকিস্তানকে, সেই টি ২০ আন্তর্জাতিক রেকর্ডটিও ভেঙে গেল। টি ২০ আন্তর্জাতিকে ২০১৮ সালে ১৯৯ রান তাড়া করে ব্রিস্টলে জিতেছিল ভারত। পুরুষদের টি ২০ আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক রান তাড়া করে জেতার ভারতের সেই রেকর্ডটিও ভাঙল পাকিস্তান।

বাবর-রিজওয়ান অনবদ্য

বাবর-রিজওয়ান অনবদ্য

আগামী মাসের ২৩ তারিখ ভারতের বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। গত বিশ্বকাপে ভারতকে হারানোর পর টি ২০ আন্তর্জাতিকে এই নিয়ে দ্বিতীয়বার কোনও দেশের বিরুদ্ধে ১০ উইকেটে পাকিস্তান জিতল, ১০ উইকেটে টি ২০ আন্তর্জাতিকে এই প্রথমবার হারল ইংল্যান্ড। টি ২০ আন্তর্জাতিকে ৫ বার দেড়শো বা তার বেশি রানের পার্টনারশিপ গড়া বাবর ও রিজওয়ান ২০০-র বেশি রানের পার্টনারশিপ গড়লেন এই প্রথম। টি ২০ আন্তর্জাতিকে ৫ বার দেড়শো রানের পার্টনারশিপ গড়ার নজিরও আর কারও দখলে নেই। তার মধ্যে এই নিয়ে তৃতীয়বার রান তাড়া করে দলকে জেতালেন বাবর-রিজওয়ান। পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি ২০ ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করলেন বাবর।

রোহিত-ধাওয়ান জুটির রেকর্ড ভেঙে

রোহিত-ধাওয়ান জুটির রেকর্ড ভেঙে

টি ২০ আন্তর্জাতিকে শিখর ধাওয়ান ও রোহিত শর্মার জুটিতে রয়েছে ১৭৪৩ রান। সেই নজির টপকে গেল বাবর-রিজওয়ান জুটি। আপাতত পাকিস্তানের এই দুই তারকা জুটি মোট ১৯২৯ রান করেছে। বাবর-রিজওয়ান সাতবার শতরানের পার্টনারশিপ গড়েছেন, সেটিও রেকর্ড। একই মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই শতরানের নজির গড়লেন বাবর, গতকাল করাচিতে শতরান করে। তিনি এই নিরিখে স্পর্শ করলেন ওয়ান্ডারার্সে ফাফ দু প্লেসি ও অ্যাডিলেড ওভালে ডেভিড ওয়ার্নারের এমন নজির।

English summary
Babar Azam And Mohammad Rizwan Hold The Record For Most Runs As A Pair In Men's T20Is Surpassing Shikhar And Rohit's Tally. Babar Azam Goes Past Rohit Sharma, KL Rahul And Virat Kohli With 7th T20 Hundreds.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X