For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির আরও একটি রেকর্ড ভাঙলেন বাবর আজম, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে গড়লেন অনন্য় কীর্তি

Google Oneindia Bengali News

বাবর আজম সাদা বলের ক্রিকেটে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখলেন দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। পাকিস্তানের অধিনায়ক বাবর এই মুহূর্তে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি গড়লেন দুই অনন্য নজির। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে কেরিয়ারে এই নিয়ে দুবার তিনি পরপর তিনটি শতরান হাঁকালেন। তারই ফাঁকে বিরাট কোহলির নজিরও টপকে গেলেন।

পাকিস্তানের জয়

পাকিস্তানের জয়

গতকাল মুলতানে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় পায়। শাই হোপের ১৩৪ বলে ১২৭ ও শামার ব্রুকসের ৭০ রানের সুবাদে নিকোলাস পুরাণের ক্যারিবিয়ান ব্রিগেড ৮ উইকেটে ৩০৫ রান তোলে। হ্যারিস রউফ ১০ ওভারে ৭৭ রান দিলেও নেন চার উইকেট। জবাবে বাবর আজম ১০৭ বলে ১০৩ রান করেন। মহম্মদ রিজওয়ান করেন ৫৯। ২৩ বলে ৪১ রানে অপরাজিত থাকেন খুশদিল শাহ। বাবরকে ম্যাচের সেরার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেও সতীর্থ খুশদিলকেই সেই পুরস্কারটি দিতে বলেন পাক অধিনায়ক।

বিধ্বংসী বাবর

বিধ্বংসী বাবর

বাবর গত মার্চ ও এপ্রিলে লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে যথাক্রমে ১১৪ ও অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছিলেন। এরপর গতকাল তিনি ফের শতরান করলেন। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে পরপর তিনটি শতরান তিনি হাঁকালেন এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে ২০১৬ সালে শারজা ও আবু ধাবিতে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই তিনি করেছিলেন যথাক্রমে ১২০, ১২৩ ও ১২৭ রান। অধিনায়ক হিসেবে বাবরের একদিনের আন্তর্জাতিকে ব্য়াটিং গড় ৯১.৩৬, স্ট্রাইক রেট ১০৩.৭১।

টপকে গেলেন বিরাটকে

একদিনের আন্তর্জাতিকে ৮৭টি ম্যাচে এটি তাঁর ১৭তম শতরান। ১৩টি একদিনের আন্তর্জাতিকে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে তিনি ইতিমধ্যেই ১,০০৫ রান করে ফেলেছেন। দেশের ওয়ান ডে অধিনায়ক হিসেবে দ্রুততম ১ হাজার রান করার নিরিখে তিনি টপকে গেলেন বিরাট কোহলির নজির। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ২০১৭ সালে একদিনের আন্তর্জাতিকে ১ হাজার রান পূর্ণ করতে নিয়েছিলেন ১৭টি ইনিংস। বাবর সেই নজির গড়লেন চারটি ইনিংস কম খেলেই। ২০১৩ সালে এবি ডি ভিলিয়ার্স ১৮টি ইনিংস খেলে অধিনায়ক হিসেবে ১ হাজার ওয়ান ডে রান পেয়েছিলেন।

আরও নজির

বাবর বিরাটের একদিনের আন্তর্জাতিকে সেরা গড়ের নজিরও টপকে গেলেন গতকাল। একদিনের আন্তর্জাতিকে বিরাটের ব্যাটিং গড় ৬০.৩১, বাবর আজমের ৬০.৩৫। একদিনের আন্তর্জাতিকে ১৭তম শতরান পেতেও বাবরই দ্রুততম। তাঁর লাগল ৮৫ ইনিংস। হাসিম আমলা ৯৮, বিরাট কোহলি ১১২ ও ডেভিড ওয়ার্নার নিজের ১১৩তম ইনিংসে কেরিয়ারের ১৭তম শতরান পেয়েছিলেন।

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আজ শুরু তপ্ত দিল্লিতে, টি ২০ আন্তর্জাতিকের নিয়মে বড় পরিবর্তন! কেমন হবে দুই দল?ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আজ শুরু তপ্ত দিল্লিতে, টি ২০ আন্তর্জাতিকের নিয়মে বড় পরিবর্তন! কেমন হবে দুই দল?

English summary
Babar Azam Surpassed Virat Kohli To Become The Fastest Batter To Get 1000 Runs As ODI Skipper. He Also Becomes The First Batter In ODI History To Make Three Centuries In A Row Twice In His Career.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X