For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবর আজম শতরান হাঁকিয়ে টপকে গেলেন রুটকে, প্রথমবার বিরাটকেও কীভাবে পিছনে ফেললেন?

  • |
Google Oneindia Bengali News

বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির তুলনা আজকাল চলতে থাকে সব সময়ই। আজ সোশ্যাল মিডিয়াতেও চর্চা বাবর ও বিরাটকে নিয়ে। দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে চাপে পাকিস্তান। আজ থেকে করাচিতে শুরু হলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট। তাতেই শতরান হাঁকিয়ে কয়েকটি নজির গড়লেন বাবর আজম।

বাবর আজমের কাছে এই প্রথম টেস্টে পিছিয়ে পড়লেন বিরাট কোহলি

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দিনের শেষে তাদের স্কোর ৫ উইকেটে ৩১৭। ১৫টি চার ও একটি ছয়ের সাহায্যে ২৭৭ বলে ১৬১ রানে অপরাজিত রয়েছেন পাক অধিনায়ক বাবর। ৭৬ বলে হাফ সেঞ্চুরি করার পর শতরান পূর্ণ করেন ১৬১ বলে। ১৫০ রান পূর্ণ করেছেন ২৫৪ বল খেলে। উইকেটকিপার সরফরাজ আহমেদ ১৫৩ বলে ৮৬ রান করেন। ১১০ রানে পাকিস্তানের চার উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে ৩০৬ অবধি দলের রান টেনে নিয়ে যান বাবর ও সরফরাজ। সরফরাজ আউট হওয়ার পর বাবরের সঙ্গে ক্রিজে রয়েছেন আঘা সলমন। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ২টি করে উইকেট পেয়েছেন এজাজ প্যাটেল ও মাইকেল ব্রেসওয়েল। একটি উইকেট টিম সাউদির। কেন উইলিয়ামসন টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার পর কিউয়িদের নেতৃত্ব দিচ্ছেন সাউদি।

চলতি বছর নবম টেস্টটি খেলছেন বাবর। এদিনের ইনিংস খেলার ফাঁকে তিনি টপকে গেলেন জো রুটকে। চলতি বছরে বাবরই হতে চলেছেন টেস্টে সর্বাধিক রান সংগ্রহকারী। ১৬টি ইনিংসে এখনও অবধি তাঁর রান ১১৭০, সর্বাধিক ১৯৬, গড় ৭৮, চারটি শতরান ও সাতটি অর্ধশতরান করেছেন। ১৫ টেস্টে জো রুট করেছেন ১০৯৮ রান। রুট ৫টি শতরান ও ২টি হাফ সেঞ্চুরি করেছেন। তিনে রয়েছেন উসমান খাওয়াজা, ১১তম টেস্ট খেলছেন, রান করেছেন ১০৮০।

তবে রুটের চেয়েও বিরাট কোহলিকে যেভাবে পিছনে ফেলেছেন বাবর, তা নিয়েই সোশ্যাল মিডিয়া সরগরম। টেস্টে এই প্রথম বিরাট কোহলির চেয়ে বেশি ব্যাটিং গড় হলো পাক অধিনায়কের। টেস্টে বর্তমানে বাবরের ব্যাটিং গড় ৫৪.৯৩। বিরাট কোহলি বাংলাদেশে টেস্ট সিরিজে ব্যর্থ। ফলে তাঁর ব্যাটিং গড় নেমে হয়েছে ৪৮.৯১। আজ বাবর ব্যাট করতে নামার সময় তাঁর ব্যাটিং গড় ছিল ৪৮.১৯। ফলে বিরাটকে ব্যাটিং গড়ে পিছনে ফেলতে বাবরের বিশেষ সময় লাগেনি। তবে ফেব্রুয়ারিতে ভারত দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ খেলবে। নতুন বছরে তাই ব্যাটিং গড়ে বাবরকে পিছনে ফেলার সুযোগ পাবেন কিং কোহলি।

English summary
Babar Azam Slams 9th Test Hundred Against New Zealand In Karachi To Go Past Joe Root's Feat. His Average Is Better Than Virat Kohli's For The First Time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X