For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Babar Azam: 'আপনার কি মনে হয়, আমি বুড়ো হয়ে গিয়েছি?' সাংবাদিকের প্রশ্নের জবাবে হঠাৎ কেন এমন বললেন, দেখুন ভিডিও

Babar Azam: 'আপনার কি মনে হয়, আমি বুড়ো হয়ে গিয়েছি?' সাংবাদিকের প্রশ্নের জবাবে হঠাৎ কেন এমন বললেন, দেখুন ভিডিও

Google Oneindia Bengali News

সম্প্রতি সময়ের বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুটদের ছায়ার বাইরে বেরিয়ে এসে নিজের জন্য আলাদা স্থান করে নিয়েছেন বাবর। পাকিস্তানের অধিনায়ক এই মুহূর্তে রয়েছে আইসিসি'র ওডিআই ক্রমতালিকায় শীর্ষ স্থানে। একই রকম ভাবে টি-২০ ক্রম তালিকাতেও শীর্ষ স্থান দখলে রেখেছেন তিনি। টেস্ট ক্রিকেটে বাবরের র্যাঙ্কিং তিন। তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি তিন ফরম্যাটের ক্রিকেটেই প্রথম তিন জায়গা করে নিয়েছেন।

বাবর আজমের প্রশংসায় মহেলা জয়বর্ধন:

বাবর আজমের প্রশংসায় মহেলা জয়বর্ধন:

সম্প্রতি দ্য আইসিসি রিভিউ-তে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধন জানিয়েছেন, জো রুটকে সরিয়ে ভবিষ্যতে টেস্ট ক্রিকেটেও শীর্ষ স্থান দখল করার ক্ষমতা রয়েছে বাবরের। তিনি বলেছেন, "আমি বলব বাবর আজমের সুযোগ রয়েছে। তিন ফরম্যাটেই ধারাবাহিক ও এবং ওর র্যাঙ্কিং থেকেই তা বোঝা যায়। সব রকম পরিস্থিতিতে খেলতে পারে।"

আমি কি বুড়ো হয়ে গিয়েছি:

আমি কি বুড়ো হয়ে গিয়েছি:

যদিও বাবরের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে বড় ব্যবধানে একটি ম্যাচে পরাজিত হয়েছে পাকিস্তান। একটি সাংবাদিক সম্মেলনে এই হারের বিষয়ে বাবরকে প্রশ্ন করা হয় এবং জানতে চাওয়া হয় একটি ফরম্যাট থেকে অবসর নেওয়াটা কি মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি বা তাঁর মতো ক্রিকেটারকে সাহায্য করবে?হাসতে হাসতে এই প্রশ্নের জবাবে বাবর বলেন, "এটা আপনার ফিটনেসের উপর নির্ভর করছে। এখন আমাদের ফিটনেস যে লেভেলে রয়েছে তাতে দু'টি ফরম্যাটে খেলার চিন্তা ভাবনা নেই। আপনার কি মনে হয় আমি বুড়ো হয়ে গিয়েছি?"

চাপ বাড়লে, ফিটনেস বাড়াবো:

চাপ বাড়লে, ফিটনেস বাড়াবো:

ওই সংবাদিক এ বার নিজের প্রশ্নের সাপেক্ষে যুক্তি দেন, 'বেশি চাপ পড়ে যাচ্ছে না।' এর জবাবে বাবর বলেন, "আমার সেটা মনে হয় না। যদি চাপ বেশি পড়ে তা হলে সেই মতো ফিটনেসও বাড়াব।"

এশিয়া কাপের জন্য পাকিস্তানের স্কোয়াড:

এশিয়া কাপের জন্য পাকিস্তানের স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফকর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নাওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির

সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নিলেন, ঘরোয়া ক্রিকেটে খেলবেন কাদের হয়ে?সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর মুম্বই ছাড়ার সিদ্ধান্ত নিলেন, ঘরোয়া ক্রিকেটে খেলবেন কাদের হয়ে?

English summary
Babar Azam's hilarious response to a Pakistani journalist as the person asked him about giving up a format due to word load management.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X