For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম, একক ভাবে আর এই কৃতিত্ব রইল না কোহলির দখলে

বিরাটের রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম, একক ভাবে আর এই কৃতিত্ব রইল না কোহলির দখলে

Google Oneindia Bengali News

যৌথ ভাবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম ৩০০০ রান সংগ্রহকারী হলেন বাবর আজম। এত দিন পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম ৩০০০ রান পূর্ণ করার রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে। কিন্তু সেই রেকর্ডে এখন একার আর বিরাটের দাবি রইল না। ২৭ বছর বয়সী বাবর আজমও লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেন।

বিরাটের রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম, একক ভাবে আর এই কৃতিত্ব রইল না কোহলির দখলে

২০২১ সালে আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্রুততম তিন হাজার রান পূর্ণ করার রেকর্ড তৈরি করেছিলেন বিরাট কোহলি। এই রেকর্ডে নিজের নামে তুলতে হলে গাড্ডাফি স্টেডিয়ামে ষষ্ঠ টি-২০ ম্যাচে বাবরের প্রয়োজন ছিল ৫২ রান। খুব একটা কাঠখড় না পুড়িয়ে সেই কৃতিত্ব সহজেই অর্জন করে নেন পাকিস্তানের অধিনায়ক। শুক্রবার কেরিয়ারের ২৭ নম্বর অর্ধ-শতরানটি করেন বাবর আজম। দ্বিতীয় টি-২০ ম্যাচে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শতরান করার পরই কোহলির রেকর্ড ভাঙার সুযোগ চলে এসেছিল বাবরের কাছে। কিন্তু শেষ দুই ইনিংসে সেই কৃতিত্ব অর্জন করতে ব্যর্থ হন বাবর। বিরাটের রেকর্ড ভাঙতে দ্বিতীয় টি-২০ ম্যাচের শতরানের পর বাবরের আর প্রয়োজন ছিল মাত্র ৯৭ রান।

বাবর অধিনায়কচিত খেললেও ষষ্ঠ টি-২০ ম্যাচে জিততে পারেনি পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে পাকিস্তানের ইনিংস শেষ হয় ১৬৯/৬ উইকেটে। বাবর অপরাজিত ছিলেন ৮৭ রানে। মহম্মদ রিজওয়ানের পরিবর্তে খেলা মহম্মদ হ্যারিস ৭ রান করেন। ০ রানে আউট হন শান মাসুদ। ইফতিকার আহমেদ করেন ৩১ রান। ইংল্যান্ডের হয়ে দুই উইকেট করে পান স্যাম কুরান এবং ডেভিড উইলি।

ব্যাটিং করতে নেমে মাত্র ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৭০ রান তুলে ফেলে ইংল্যান্ড। উইকেটরক্ষক ফিলিপ সল্ট অপরাজিত ৮৮ রান করেন ব্রিটিশদের হয়ে। ২৭ রান করেন অ্যালেক্স হেলস। ডেভিড মালান ২৬ রান করেন। ২৬ রানে অপরাজিত থাকেন বেন ডাকেট। পাকিস্তানের হয়ে দুইটি উইকেটই নেন শাদাব খান। এই মুহূর্তে সাত ম্যাচের সিরিজে পাকিস্তান এবং ইংল্যান্ড তিনটি করে ম্যাচ জেতায় সিরিজের ভাগ্য নির্ধারণ হতে চলেছে শেষ অর্থাৎ সপ্তম টি-২০ ম্যাচে।

English summary
Babar Azam joins Virat Kohli to become the fastest 3000 T20I run scorer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X