For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিঞ্চের দেওয়া কেক রোহিতদের সঙ্গে কেটে জন্মদিন সেলিব্রেট বাবরের, পাকিস্তানের শক্তি নিয়েও সন্তুষ্ট

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের আজ জন্মদিন। ২৮ বছর পূর্ণ করলেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। এবারের জন্মদিন তাঁর কাছে দারুণভাবে স্মরণীয় হয়েও থাকবে। তার কারণ, এই প্রথম ১৫টি দেশের অধিনায়কের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটলেন পাক অধিনায়ক। বাবরের জন্মদিনে সারপ্রাইজ গিফট হিসেবে কেক উপহার দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

বাবর আজমের জন্মদিন

আজ মেলবোর্নে টি ২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী সমস্ত দেশের অধিনায়কের প্রেস কনফারেন্স আয়োজন করেছিল আইসিসি। চলল ফটো সেশনের পালাও। এরই মধ্যে দেখা গেল, অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ পাক অধিনাক বাবরের জন্য বার্থ ডে কেক নিয়ে হাজির। রোহিত শর্মা-সহ বাকি অধিনায়করাও সেখানেই ছিলেন। সেই কেক কেটে জন্মদিন সেলিব্রেট করলেন বাবর। বাবর সংবাদমাধ্যমের সামনে কেক কাটার সময় সেটি ধরে রেখেছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন।

জোড়া কেক কেটে সেলিব্রেশন

তবে শুধু এই কেকটিই কাটেননি বাবর। টি ২০ বিশ্বকাপের অন্য অধিনায়কদের উপস্থিতিতে প্রেস রুমের বাইরেও একটি সবুজ রংয়ের কেট কাটেন পাকিস্তানের অধিনায়ক। সেই মুহূর্তের ছবি শেয়ার করে বাবরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। পাকিস্তান সবুজ রংয়ের জার্সি পরে খেলে। এই কেকের রংটিও ছিল সবুজ।

ভারতের বিরুদ্ধে দ্বৈরথ নিয়ে

২৩ অক্টোবর পাকিস্তান খেলবে ভারতের বিরুদ্ধে। তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রতি সমীহের সুর শোনা গেল পাক অধিনায়কের গলায়। বাবর বলেন, রোহিত শর্মা আমার চেয়ে বয়সে বড়। প্রচুর ম্যাচ খেলেছেন রোহিত। তাঁর কাছ থেকে সব সময়ই শেখার চেষ্টা করে থাকি। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাবর বলেন, সব সময়ই এই ম্যাচটি হাই-ইন্টেনসিটি গেম। ক্রিকেটপ্রেমীরাও এই ম্যাচটির জন্য অপেক্ষা করে থাকেন। আমরা মাঠে প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করে থাকি। ভালো ক্রিকেট খেলা, নিজেদের সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য থাকে।

জোরে বোলিং নিয়ে আত্মবিশ্বাসী

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতেই অস্ট্রেলিয়ায় পা রেখেছে পাকিস্তান। রোহিত শর্মা এদিন জানিয়ে দিয়েছেন, পাকিস্তান ম্যাচের জন্য ভারতের একাদশ তৈরি। যদিও তেমন কিছু না বলে আপাতত দুটি প্রস্তুতি ম্যাচেই ফোকাস রাখতে চাইছেন বাবর। শাহিন শাহ আফ্রিদি ও ফখর জামান ফিট হয়ে দলে আসায় স্বস্তি রয়েছে পাক শিবিরে। বাবর বলেন, শাহিন পুরোপুরি ফিট। তিনি সব সময় নিজের ১০০ শতাংশ উজাড় করে দেন। তাঁকে মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছি। আমাদের দলে সব সময়ই ভালো মানের জোরে বোলাররা থাকেন। আমাদের ফাস্ট বোলিং লাইন আপ বেশ শক্তিশালী। শাহিন আসায় শক্তি আরও বেড়েছে। বিভিন্ন কন্ডিশনে আমরা খেলেছি বিশ্বকাপের আগে। নতুন বলের পাশাপাশি ডেথ ওভারের বোলিংয়ে উন্নতি ঘটিয়েছেন হ্যারিস রউফ। পরিস্থিতি অনুযায়ী দলে প্রয়োজনীয় পরিবর্তন ঘটিয়েই পাকিস্তান বিশ্বকাপ অভিযানে নামবে বলে জানিয়েছেন বাবর।

(ছবি- অ্যারন ফিঞ্চের ইনস্টাগ্রাম)

English summary
Aaron Finch Gifts Babar Azam Birthday Cake, Pakistan Skipper Celebrates Birthday With Other 15 Captains Ahead Of T20 World Cup. Babar Is Confident With Strong Fast Bowling Attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X