For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যোদ্ধা ভারতের প্রাক্তন অধিনায়ক, লকডাউনে প্রাক্তন ক্রিকেটারদের এবার সাহায্য

করোনা যোদ্ধা ভারতের প্রাক্তন অধিনায়ক, লকডাউনে প্রাক্তন ক্রিকেটারদের এবার সাহায্য

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনে আর্থিক সাহায্য়ের হাতে বাড়িয়ে দিয়েছেন ক্রিকেটাররা। এবার প্রাক্তন ক্রিকেটারদের জন্য সাহায্য় করতে চলেছেন দেশের প্রাক্তন অধিনায়ক।

মন ভালো নেই প্রাক্তন অধিনায়কের

মন ভালো নেই প্রাক্তন অধিনায়কের

একসময় দেশের হয়ে নেতৃত্ব দিয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। জাতীয় স্তরে দেশের হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন। এবার করোনা যুদ্ধে দেশের সংকটে নেতোর ভূমিকায় তিনি। লকডাউনের সাধারণের মতো প্রাক্তন ক্রিকেটাররাও সমস্যায় রয়েছেন। সেকারণেই আজহারের মন ভালো নেই।

প্রাক্তনদের সাহায্যে এগিয়ে এল সংগঠন

প্রাক্তনদের সাহায্যে এগিয়ে এল সংগঠন

আর্থিক সমস্যায় থাকা ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন আজহার। প্রাক্তন ক্রিকেটারদের সাহায্য করতে আইসিএ সদস্যরা অনলাইনে বৈঠকে করেন। ভারতীয় ক্রিকেট সংস্থা (আই সি এ) ৩০জন প্রাক্তন ক্রিকেটারের জন্য অর্থ তুলছে। করোনা লকডাউনে অর্থের প্রয়োজন এমন ৩০ প্রাক্তন ক্রিকেটারদের এই সাহায্যে করা হবে। আর সাহায্যে দেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন এগিয়ে এসেছেন।

আজহারের সাহায্য কত

আজহারের সাহায্য কত

অর্থ সংগ্রহে আজহারউদ্দিন ১ লক্ষ টাকা দান করেছেন। এছাড়া অন্য প্রাক্তন ক্রিকেটাররা তাঁদের সাহ্যমতো দান করেন। এই নিয়ে আইসিএ সভাপতি অশোক মালহোত্রা বলেন, 'অনুদান নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে সারা মিলেছে।এর মধ্যেই ২৪ লক্ষ টাকা উঠেছে। শুক্রবার এই আবেদন করা হয়েছিল। প্রাক্তনদের সাহায্যের জন্য যেভাবে সাড়া মিলেছে, তাতে কৃতজ্ঞতা জানাই।'

আজহার ছাড়া বাকি যারা সাহায্য করলেন

আজহার ছাড়া বাকি যারা সাহায্য করলেন

আজহার ছাড়া প্রাক্তনদের মধ্যে রজিন্দর সিং ঘাইও ১ লক্ষ টাকা অর্থ দান করেছেন। অর্থদাতাদের তালিকায় রয়েছেন অংশুমান গায়কোয়াড়, শান্ত রঙ্গস্বামীর মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন। অশোক মালহোত্রা আরও বলেন, আরও বেশি টাকা তোলার চেষ্টায় বিদেশে বসবাসকারী ভারতীয় ক্রিকেটাররাদের জানানো হয়েছে। তারাও সাহায্যের কথা জানিয়েছেন। ১৬ মে পর্যন্ত টাকা তোলার কাজ চলবে।

প্রথম সারির ক্রিকেটারদের না পাওয়া নিয়ে আক্ষেপ

প্রথম সারির ক্রিকেটারদের না পাওয়া নিয়ে আক্ষেপ

তবে এই উদ্যোগে ভারতীয় দলের প্রথম সারির ক্রিকেটরা এখনও পর্যন্ত শামিল না হওয়ায় সভাপতি অশোক মালহোত্রা আক্ষেপ প্রকাশ করেছেন। যদিও সেরা তারকারা নিশ্চয়ই আগামী দিনে প্রাক্তনদের পাশে থাকবেন বলে মনে করছেন তিনি।

১৯ বছর পর ম্যাচ ফিক্সিং-র অভিযোগ স্বীকার পাকিস্তানি ক্রিকেটারের, সঙ্গী আক্ষেপ১৯ বছর পর ম্যাচ ফিক্সিং-র অভিযোগ স্বীকার পাকিস্তানি ক্রিকেটারের, সঙ্গী আক্ষেপ

English summary
Azharuddin support money, ICA Raises Rs 24 Lakh For Needy Former Cricketers during Corona lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X