For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ঋষভ পন্থের যোগ্য বিকল্প কে? যুক্তি মেলে ধরে জানালেন আজহার

  • |
Google Oneindia Bengali News

ঋষভ পন্থ দুর্ঘটনায় চোট পেয়ে মাঠের বাইরে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে কে উইকেটকিপিং করবেন তা নিয়ে চলছে জোর চর্চা। প্রথম দুটি টেস্টের যে দল ঘোষণা করা হয়েছে তাতে রয়েছেন শ্রীকার ভরত ও ঈশান কিষাণ। এই দুই ক্রিকেটারের মধ্যে কাকে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন পন্থের যোগ্য বিকল্প বলে মনে করছেন?

পন্থের না থাকা দুর্ভাগ্যজনক

পন্থের না থাকা দুর্ভাগ্যজনক

বর্ডার-গাভাসকর ট্রফিতে চার টেস্টের সিরিজ এবারই শেষবার হচ্ছে। পরেরবার থেকে পাঁচ টেস্টের সিরিজ হওয়ার কথা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলে যেমন ভারত বিশ্বের ১ নম্বর টেস্ট দল হয়ে যাবে, তেমনই খুলে যাবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দরজা। নাগপুরে প্রথম টেস্ট শুরু ৯ ফেব্রুয়ারি থেকে। আগামী বেশ কয়েক মাস ঋষভ পন্থকে মাঠের বাইরে থাকতে হবে। ভারতীয় দলের অনেকেও মনে করছেন টেস্ট দলে পন্থের অভাব অনুভূত হবে। আজহার এখন ধারাভাষ্যের কাজে রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে তিনি ইন্টারন্যাশনাল লিগ টি ২০-তে ধারাভাষ্য দিচ্ছেন। তারই ফাঁকে আজ্জু বলেন, পন্থের সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক।

ঈশানে আস্থা আজ্জুর

ঈশানে আস্থা আজ্জুর

ঋষভ পন্থ যেমন আগ্রাসী ব্যাটিং করেন ঠিক তেমনই দক্ষতা রয়েছে ঈশান কিষাণের। ভরত ভারতীয় টেস্ট দলের সঙ্গে এক বছর ধরে রয়েছেন। শেষ চারটি প্রথম শ্রেণির ম্য়াচে তিনটি অর্ধশতরান করেছেন। তার মধ্যে বাংলাদেশ এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে তিনি ৭৭ রান করেছেন। তবু শ্রীকার ভরত ভারতীয় টেস্ট দলে থাকলেও পন্থের যোগ্য বিকল্প হিসেবে কিষাণকেই বেছে নিয়েছেন আজহার। ভরত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দলেও রয়েছেন কিষাণের সঙ্গে। আজহার বলেন, ঈশান কিষাণকে তাঁর সাম্প্রতিক ফর্ম দেখেই টেস্ট দলে নেওয়া হয়েছে। উইকেটকিপার-ব্যাটার হিসেবে তিনি প্রথম একাদশে থাকার জোরালো দাবিদার। পন্থের মতো কিষাণও বাঁহাতি ব্যাটার।

টেস্ট দল প্রসঙ্গে

টেস্ট দল প্রসঙ্গে

আজহার স্বাগত জানিয়েছেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবকে টেস্ট দলে নেওয়ার সিদ্ধান্তকে। কিষাণ বাংলাদেশে দ্বিশতরান করলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে তাঁকে খেলানো হলো না। নিউজিল্যান্ড সিরিজে হয়তো তাঁকে খেলানো হবে। সূর্যকুমার যাদবকে প্রথম দুটি ম্যাচে খেলানো না হলেও আজ শেষ ওডিআইয়ে দলে রাখা হয়েছে। আজহার বলেন, যখন কোনও প্লেয়ার ফর্মে থাকেন তখন তাঁকে বেঞ্চে বসিয়ে রাখা ঠিক নয়।

সূর্যর প্রশংসা

সূর্যর প্রশংসা

আজহার আরও বলেন, সূর্যকুমার যাদবের ভারতের হয়ে তিনটি ফরম্যাটেই খেলার দক্ষতা রয়েছে। শেষ রঞ্জি ম্যাচেও সূর্য ভালো খেলেছেন। আমি যতটা তাঁর ব্যাটিং দেখেছি তাতে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সূর্যও তিনটি ফরম্যাটেই খেলার যোগ্য। অনেকদিন পর ভারত এমন একজন ক্রিকেটারকে পেয়েছে যিনি সব ফরম্যাটেই খেলতে পারেন। সুযোগ পেলে ঈশান ও সূর্য সব ফরম্যাটেই সফল হবেন বলেও আশাবাদী আজহার।

English summary
Azhar Opines Ishan Kishan Should Be Included In The India's First XI In Tests Against Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X