For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের ইনিংস দেখতে দেরিতে বিমান ছাড়লেন পাইলট! অভূতপূর্ব অভিজ্ঞতা বলিউড অভিনেতার

  • |
Google Oneindia Bengali News

মেলবোর্নের মহারণে পাকিস্তানের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়েছে ভারত। গত টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে ১০ উইকেটে হারার ৩৬৪ দিনের মাথায় টি ২০ বিশ্বকাপেই পাক বধ সারলেন রোহিত শর্মারা। ম্যাচটির উত্তেজক পরিসমাপ্তি দীর্ঘদিন মনে গেঁথে থাকবে সকলের। বিমানে বসে অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী থাকলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা।

বিরাটের ইনিংস দেখতে দেরিতে বিমান ছাড়লেন পাইলট!

ভারত-পাকিস্তান ম্যাচের পর একের পর এক টুইটে তিনি সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। আয়ুষ্মান লেখেন, এই অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ রাখছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি মুম্বই থেকে চণ্ডীগড় যাওয়ার বিমানে বসে ভারত-পাকিস্তান ম্যাচের শেষ ২ ওভার দেখেছি। বিমানটি ওড়ার জন্য প্রস্তুত ছিল। বিমানের ভিতরে সকলেই নিজেদের সেলফোনের দিকে তাকিয়ে ছিলেন। আমি নিশ্চিত ক্রিকেট-পাগল পাইলট ইচ্ছা করেই বিমানটি ৫ মিনিট দেরিতে ছেড়েছেন। অথচ কেউই কোনও অনুযোগ বা বিরক্তি দেখাননি। পাণ্ডিয়া ও ডিকে আউট হয়ে গেলেন। অশ্বিন নামলেন। ঠাণ্ডা মাথায় একটি ওয়াইড বল আদায় করে নিলেন। দারুণভাবে বলটি ছেড়ে দিয়ে। এরপর সেই জয়সূচক রান। যেভাবে সকলে মিলে এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন, বিমানের ভিতর তেমন অভিজ্ঞতার সাক্ষী আগে হইনি। তখন আমরা রানওয়েতে। ফ্লাইট ক্যাপ্টেনের সময়জ্ঞানের তারিফ করেছেন খুরানা।

টুইটে আয়ুষ্মান আরও লেখেন, ওই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখলে খুব ভালো হতো। কিন্তু একথা কথা স্বীকার করতে দ্বিধা নেই সোশ্যাল মিডিয়ায় আমি সেটা করতে ততটা সড়গড় নই। তবে এই অভিজ্ঞতা আমার হৃদয়ে গেঁথে থাকবে। টিম ইন্ডিয়া ও বিরাট কোহলি একদিন আগেই যেভাবে আগাম দীপাবলি নিশ্চিত করলেন তাতে ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় এমন অভিজ্ঞতার কথা আরও অনেকেই লিখেছেন। কোথাও অটো ভর্তি হয়ে গেলেও চালক ছাড়েননি। যাত্রীরা অটো ছাড়তে বললে তিনি বলেছেন, ম্যাচ শেষেই ছাড়ব। বিরাট-ভক্তরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এভাবে যানবাহন স্তব্ধ করে দিতে পারেন কিং কোহলিই।

আয়ুষ্মান খুরানার পাশাপাশি ভাইরাল হয়েছে শাহরুখ খানের টুইট। তিনি লিখেছেন, দারুণ ক্রিকেট ম্যাচ, ভারতের জয় দেখে খুব ভালো লাগল। বিরাট কোহলির ব্যাটিং অনবদ্য। তাঁর কান্না ও হাসির দৃশ্য খুবই অনুপ্রেরণা জোগানোর মতো। সর্বোপরি ব্যাকগ্রাউন্ডে বাজছিল চক দে ইন্ডিয়া। এখন থেকে দীপাবলি শুরু হয়ে গেল। বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা গতকাল কলকাতায় বসে খেলা দেখবেন বলে চাকদহ এক্সপ্রেসের শ্যুটিং আগেই প্যাক-আপ করেছিলেন। বিরাট কোহলি সেরা ইনিংস খেলে ম্যাচ জেতানোর পর আনন্দে লাফিয়ে ওঠেন, কন্যা ভামিকার সামনে নাচেনও। সেই অভিজ্ঞতাও তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

English summary
Ayushmann Khurrana Shares Unprecedented Experience Of Watching Ind vs Pak Match Inside A Flight. According To Him, The Cricket Fanatic Pilot Delayed Their Flight Deliberately By 5 mins.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X