For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএল-এর ইতিহাসে বিশাল নজির তৈরি করলেন দিল্লি ক্যাপিটালসের তারকা অলরাউন্ডার

IPL 2022: আইপিএল-এর ইতিহাসে বিশাল নজির তৈরি করলেন দিল্লি ক্যাপিটালসের তারকা অলরাউন্ডার

Google Oneindia Bengali News

আইপিএব-এ নতুন নজির অক্রজন করলেন অক্ষর প্যাটেল। দিল্লি ক্যাপিটালসর জার্সিতে আইপিএল-এ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই নজির অর্জন করলেন অক্ষর প্যাটেল। প্লে-অফের আশা টিকিয়ে রাখতে হলে সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় প্রয়োজন ছিল দিল্লির এবং এই গুরুত্বপূর্ণ ম্যাচেই বল হাতে ঝলসে ওঠেন অক্ষর।

অক্ষর প্যাটেলের নজির:

অক্ষর প্যাটেলের নজির:

আইপিএল-এর ইতিহাসের দ্বিতীয় বাম হাতি স্পিনার হিসেবে একশো উইকেট সংগ্রহ করার নজির গড়লেন অক্ষর প্যাটেল। অক্ষরের আগে প্রথম এই নজির অর্জন করেন রবীন্দ্র জাডেজা। জাড্ডু পর অক্ষরের এই কৃতিত্ব নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে আইপিএল-এ অক্ষরের উইকেট সংখ্যা ছিল ৯৯। এই কৃতিত্ব অর্জন করতে তাঁর জরুরি ছিল মাত্র একটি উইকেট। ময়াঙ্ক আগরওয়ালের উইকট নেওয়ার সঙ্গেই এই রেকর্ড স্পর্শ করেন বামহাতি অলরাউন্ডার। আগরওয়াল ছাড়াও এই ম্যাচে অক্ষরের শিকার ঋষি ধাওয়ান।

চলতি আইপিএল-এ অক্ষর প্যালেটের পারফরম্যান্স:

চলতি আইপিএল-এ অক্ষর প্যালেটের পারফরম্যান্স:

আইপিএল ২০২২-এ মাত্র ছয়টি উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল। যার মধ্যে দু'টি উইকেট তিনি পেয়েছেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় বাম হাতি স্পিনার হওয়ার পাশাপাশি ১৭তম বোলার হিসেবে তিন অঙ্কের উইকেট সংখ্যা অর্জন করেছেন তিনি।

দিল্লি-পাঞ্জাব ম্যাচের সংক্ষিপ্ত ফলাফল:

দিল্লি-পাঞ্জাব ম্যাচের সংক্ষিপ্ত ফলাফল:

এই ম্যাচ দুই দলের কাছেই ছিল মাস্ট উইন। শেষ পর্যন্ত পাঞ্জাবকে ধরাশায়ী করে প্লে-অফের আশা টিকিয়ে রাখে দিল্লি। প্রথমে ব্যাটিং করে দিল্লি ক্যাপিটালস তোলে ১৫৯/৭ রান। জবাবে ১৬০ রান তুলতে গিয়ে ১৪২/৯ উইকেটে থমকে দাঁড়ায় পাঞ্জাবের ইনিংস। মিচেল মার্শের ৪৯ বলে ৬৩ রানের ইনিংসের সৌজন্যে ম্যাচটি ১৭ রানে জেতে দিল্লি। অক্ষর ছাড়াও এই ম্যাচে দিল্লির হয়ে দু'টি উইকেট পান কুলদীপ যাদব এবং চারটি উইকেট পান শার্দূল ঠাকুর।

আইপিএল লিগ তালিকায় দিল্লি ক্যাপিটালসের অবস্থান এবং প্লে-অফে যোগ্যতা অর্জনের অঙ্ক:

আইপিএল লিগ তালিকায় দিল্লি ক্যাপিটালসের অবস্থান এবং প্লে-অফে যোগ্যতা অর্জনের অঙ্ক:

আইপিএল-এ লিগ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তাদের পয়েন্ট ১৩ ম্যাচে ১৪। পরবর্তী ম্যাচে জিতলেই প্লে-অফে চতুর্থ দল হিসেবে জায়গা করে নেবে দিল্লি ক্যাপিটালস। শেষ ম্যাচটি তারা খেলবে লিগ তালিকার তলানিতে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তবে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যদি শেষ ম্যাচে পরাজিত হয় তা হলে মুম্বইয়ের বিরুদ্ধে না জিতলেও শেষ চারে জায়গা অনেকটাই পাকা করে ফেলবে দিল্লি। ব্যাঙ্গালোরের শেষ ম্যাচ লিগ শীর্ষে থাকা গুজরাত টাইটানসের বিরুদ্ধে।

English summary
Axar Patel become secon left arm spinner to take 100 IPL wickets in the history of the world's best cricket league. He reaches the fead in the match against Punjab Kings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X