For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কনিষ্ঠতম সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া-পুত্র অভিষেক, সৌরভের অভিবাদন

কনিষ্ঠতম সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার পুত্র, সৌরভের অভিবাদন

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র কনিষ্ঠতম সভাপতি নির্বাচিত হলেন প্রাক্তন আইসিসি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক জালমিয়া। ৩৮ বছর বয়সে বাংলা ক্রিকেটের পরিচালন ব্যবস্থার মাথায় বসলেন তিনি। অন্যদিকে সিএবি নতুন যুগ্ম সচিব নির্বাচিত হলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়। মহারাজ নিজে ইডেন গার্ডেন্সে উপস্থিত থেকে সিএবি-র নতুন পদাধিকারিদের অভিবাদন জানান।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ

২০১৫ সালে প্রয়াত হন আইসিসি, বিসিসিআই ও সিএবি-র প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার। সে বছরই তাঁর পরিবর্তে সিএবি-র নতুন সভাপতি নির্বাচিত হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। টানা চার বছর সেই পদে বহাল থাকার পর ২০১৯-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় একই আসনে ফের আসীন হন মহারাজ। কিন্তু ওই বছরই বিসিসিআই সভাপতি নির্বাচিত হন সৌরভ। ফলে তাঁকে সিএবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হয়।

প্রায় পাঁচ মাস পর

প্রায় পাঁচ মাস পর

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের পর বকলমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সভাপতির কার্যভার নিয়ন্ত্রণ করছিলেন সংস্থার যুগ্ম সচিব তথা জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া। অবশেষে তাঁকেই সিএবি-র ১৮তম সভাপতি নির্বাচন করা হয়। এতদিন তিনি প্রত্যক্ষভাবে সিএবি-র যে পদের দায়িত্ব সামলাচ্ছিলেন, সেই যুগ্ম সচিবের নতুন দায়িত্বভার পেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়।

স্বপ্ন স্বার্থক

স্বপ্ন স্বার্থক

ছোটবেলা থেকে বাবা জগমোহন ডালমিয়ার কাজ দেখে বড় হওয়া অভিষেক, বাংলা ক্রিকেটের জন্য কিছু করার স্বপ্ন দেখতেন। বাবার মতো তিনিও ইডেন গার্ডেন্সকে মন্দির মতে পুজো করেন। তাই সিএবি-র সভাপতির আসনে বসতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছেন বলে জানালেন অভিষেক ডালমিয়া।

কুলিং-অফ

কুলিং-অফ

সুপ্রিম কোর্ট মনোনিত প্রাক্তন বিচারপতি আরএম লোধা কমিটি নির্মিত সংবিধান অনুযায়ী মাত্র ২২ মাস সিএবি সভাপতি পদে থাকতে পারবেন অভিষেক ডালমিয়া। এরপর তাঁকে বাধ্যতামূলক বিরতি নিতেই হবে। সে অনুযায়ী ২০২১-র ৬ নভেম্বর পর্যন্ত সিএবি সভাপতি পদে বহাল থাকবেন জগমোহন ডালমিয়া-পুত্র।

উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায়

উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায়

সিএবি-র কনিষ্ঠতম ও ১৮তম সভাপতি নির্বাচনের দিন ইডেন গার্ডেন্সে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি অভিষেক ডালমিয়া ও স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়কে অভিবাদন জানান। ইডেনে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানাও।

ডালমিয়া শীর্ষক বক্তৃতা

ডালমিয়া শীর্ষক বক্তৃতা

১৭ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত। ওই ম্যাচর মধ্যেই প্রাক্তন আইসিসি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার তৃতীয় স্মৃতি স্মারক বক্তৃতার আয়োজন করেছে সিএবি। ওই অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।

English summary
Avishek Dalmiya becomes youngest CAB President at 38
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X