For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল নিলাম ২০২০ : ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া


 ২০২০ আইপিএলে বিভিন্ন দলে অবশিষ্ট ৭৩টি স্থান পূরণ হয়নি ঠিকই, তবে ৬২ জন ক্রিকেটারকে কিনতে ১৪০.৩০ কোটি টাকা খরচ করে ফেলেছে ফ্রাঞ্চাইজিগুলি। এই নিলামে ২৯ জন বিদেশি ক্রিকেটারকে নেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২০২০ আইপিএলে বিভিন্ন দলে অবশিষ্ট ৭৩টি স্থান পূরণ হয়নি ঠিকই, তবে ৬২ জন ক্রিকেটারকে কিনতে ১৪০.৩০ কোটি টাকা খরচ করে ফেলেছে ফ্রাঞ্চাইজিগুলি। এই নিলামে ২৯ জন বিদেশি ক্রিকেটারকে নেওয়া হয়েছে। তার মধ্যে সংখ্যার নিরিখে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়া।

মোট ১৩

২০২০ আইপিএলের নিলামে দল পাওয়া বিদেশিদের মধ্যে ৪১ শতাংশ অর্থাৎ ১৩ জন ক্রিকেটারই অস্ট্রেলিয়ার। অজি ক্রিকেটারদের কিনতে মোট ৫৮.২৫ কোটি টাকা খরচ করেছে ফ্রাঞ্চাইজিগুলি।

 শীর্ষে কমিন্স

শীর্ষে কমিন্স

২০২০ আইপিএল নিলামে অস্ট্রেলিয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দর পেয়েছেন ফাস্ট বোলার প্যাট কমিন্স। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক সাড়ে পনেরো কোটি টাকায় তাঁকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

 বাকিদের তালিকা

বাকিদের তালিকা

১) ১০.৭৫ কোটি টাকায় কিংস ইলেভেন পাঞ্জাবে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

২) অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার নাথান কুল্টার-নাইলকে ৮ কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স।

৩) অজি অল-রাউন্ডার মার্কাস স্টোইনিসকে ৪.৮০ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।

৪) ৪.৪০ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে গিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

৫) অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার কেন রিচার্ডসন ৪ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিক্রি হয়েছেন।

৬) অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ২.৪০ কোটি টাকায় গিয়েছেন দিল্লি ক্যাপিটালসে।

৭) অজি বোলার জোস হ্যাজেলউড ও অল রাউন্ডার মিচেল মার্শ ২ কোটি টাকায় যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরবাদে গিয়েছেন।

৮) ক্রিস লিনকে ১ কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স।

৯) টম ব্যান্টন ও আন্ড্রু টাইকে ১ কোটি টাকায় কিনেছে যথাক্রমে কেকেআর ও রাজস্থান রয়্য়ালস।

১০) জোসুয়া ফিলিপে ও ক্রিস গ্রিনকে ২০ লাখ টাকায় কিনেছে যথাক্রমে আরসিবি ও কেকেআর।

পিছনে ইংল্যান্ড

পিছনে ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার যখন ১৩ জন, তখন ইংল্যান্ডে ৬ জন ক্রিকেটার আইপিএল নিলামে দল পেয়েছেন। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান ৫.২৫ কোটি টাকায় কেকেআরে, অল রাউন্ডার স্যাম কুরান ৫.৫০ কোটি টাকায় চেন্নাই সুপার কিংস, ক্রিস জর্ডন ৩ কোটি টাকায় কিংস ইলেভেন পাঞ্জাব, জেসন রয় দেড় কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস, ক্রিস ওকস দেড় কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস ও টম কুরান ১ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে খেলার সুযোগ পেয়েছেন। ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য ১৭.৭৫ কোটি টাকা খরচ করেছে ফ্রাঞ্চাইজিগুলি।

ওয়েস্ট ইন্ডিজের পাঁচ

ওয়েস্ট ইন্ডিজের পাঁচ

ওয়েস্ট ইন্ডিজের তরুণ ব্যাটসম্যান শিমরোন হেটমেয়ারকে ৭.৭৫ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। ক্যারিবিয়ান ফাস্ট বোলার শেলডন কোটরেলকে ৮.৫০ কোটি টাকায় কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার ওশেন থমাস ও স্পিনার ফ্যাবিয়ান অ্যালেনকে ৫০ লাখ টাকায় কিনেছে যথাক্রমে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। ওয়েস্ট ইন্ডিজের চার জন ক্রিকেটারকে কিনতে ১৭.২৫ কোটি টাকা খরচ করেছে ফ্রাঞ্চাইজিগুলি।

English summary
Australians are the winner of 2020 IPL auction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X