For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবারও লায়নের শিকার রোহিত! পরিসংখ্যান জানলে লজ্জা পাবেন হিটম্যান-প্রেমীরা!

আবারও লায়নের শিকার রোহিত! পরিসংখ্যান জানলে লজ্জা পাবেন হিটম্যান-প্রেমীরা!

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে ব্যাট হাতে ছন্দে থেকেও নিজের উইকেট ছুঁড়ে দিয়ে ফিরেছেন রোহিত শর্মা। অজি স্পিনার নাথান লায়নের বলে এমন শট চালিয়ে হিটম্যান আউট হয়েছেন যে তার সমালোচনা করতে ছাড়েনি ক্রিকেট মহল। এই ইস্যুতে মুখে 'ডোন্ট কেয়ার' মনোভাব দেখালেও অজি স্পিনারের বিরুদ্ধে টেস্টে নিজের পরিসংখ্যান দেখলে লজ্জা পেতে পারেন ভারতীয় ব্যাটসম্যান।

লায়নের বিরুদ্ধে পরাজিত রোহিত

লায়নের বিরুদ্ধে পরাজিত রোহিত

অস্ট্রেলিয় অফ স্পিনার নাথান লায়নের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশিবার আউট হয়েছেন রোহিত শর্মা। লাল বলের ফর্ম্যাটে ভারতের তারকা ব্যাটসম্যানকে ৬ বার আউট করেছেন লায়ন। টেস্টে অস্ট্রেলিয় স্পিনারের বিরুদ্ধে ২৫৮টি বল খেলেছেন রোহিত।

তালিকায় আর কোন বোলার

তালিকায় আর কোন বোলার

রোহিত শর্মাকে টেস্টে সবচেয়ে বেশিবার যে যে বোলার আউট করেছেন, সেই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। লাল বলের ফর্ম্যাটে প্রোটিয়া ফাস্ট বোলারের বিরুদ্ধে ২০৪টি বল খেলে ৫ বার আউট হয়েছেন হিটম্যান। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ভেরনন ফিলেন্ডারের বিরুদ্ধে টেস্টে ১৩৩টি বল খেলে তিন বার আউট হয়েছেন রোহিত শর্মা।

ব্রিসবেনে রোহিতের ইনিংস

ব্রিসবেনে রোহিতের ইনিংস

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসের শুরুটা দারুণভাবে করেন রোহিত শর্মা। মারমুখী হিটম্যান ৭৩ বল খেলে ৪৪ রান করেন। ৬টি চার হাঁকান। নিজের ইনিংসের ৭৪তম বলে নাথান লায়নকে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে যান রোহিত শর্মা।

রোহিতের কেরিয়ার

রোহিতের কেরিয়ার

দেশের হয়ে এখনও পর্যন্ত ৩৩টি টেস্ট ম্যাচ খেলে ২২১৯ রান করেছেন রোহিত শর্মা। তাতে ৬টি শতরান ও ১১টি অর্ধশতরান সামিল রয়েছে। টেস্টে রোহিতের সর্বোচ্চ স্কোর ২১২।

English summary
Australian spinner Nathan Lyon dismissed Team India batsman Rohit Sharma most time in test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X