For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফর্মে না থাকা বিরাটকে বিশ্রামের পরামর্শ অজি কিংবদন্তির

বিরাটকে বিশ্রামের পরামর্শ অজি কিংবদন্তির

Google Oneindia Bengali News

ক্রিকেট থেকে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার জন্য এ বার পরামর্শ দিলেন কিংবদন্তি অস্ট্রেলীয় ক্রিকেটার ব্রেট লি। তিনি জানিয়েছেন, বিরাটের উচিৎ বিশ্রাম নেওয়া, মাথা ঠান্ডা করে কিছু বিষয়ের উপর কাজ করা। শুক্রবার বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চলতি আইপিএল মরসুম শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে।

ফর্মে না থাকা বিরাটকে বিশ্রামের পরামর্শ অজি কিংবদন্তির

কোহলির ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শনিবার পিটিআই'কে ব্রেট লি বলেছেন, "আমার কি বলা উচিৎ এটা চিন্তার বিষয়, হ্যাঁ আমি বলব। আমি অবশ্যই চাই ও আরও রান করুক।"

দীর্ঘ তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে একটিও শতরান না করা কোহলি এই বারের আইপিএল-এ ১৬ ম্যাচে ৩৪১ রান করেছেন, তাঁর গড় ছিল ২২.৭৩। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণর বলে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন। লি বলেছেন, "সব থেকে বড় বিষয় বিরাট কোহলি যখন রান পায় না তখন দলও ভাল পারফর্ম করে না।" যখন ও ছন্দে ছিল ৮০০-৯০০ রান করছিল আরসিবির হয়ে তখন ওর দলও ভাল খেলছিল। আমরি আরও চাই কোহলির থেকে। কোহলি যতটা দৃঢ় ভাবে খেলবে, ততই শক্তিশালী দেখাবে ওর দলকে। দুর্ভাগ্যবশত সেমিতে দলকে প্রয়োজনীয় রান তুলতে পারলো না, দলকে ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে। হয়তো এটা কোহলির কাছে একটা সুযোগ ক্রিকেট থেকে কিছু দিন বিশ্রাম নেওয়ার এবং কিছু বিষয়ের উপর কাজ করার। নিজের মস্তিস্ককে তরতাজা করে তোলো।"

ফর্মে না থাকা বিরাটকে বিশ্রামের পরামর্শ অজি কিংবদন্তির

ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা পেসার ব্রেট লি অভিভূত ভারতীয় তরুণ পেসারদের প্রতিভা দেখে। মহসিন খান হোক কিংবা উমরান মালিক, তরুণ প্রতিভাদের প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি বলেছেন, "আভেষ খান এবং মহসিন খান-এর মধ্যে সত্যিকারের প্রতিভা রয়েছে। একটা বিষয় যেটা ভারতীয় দল করছে তা হল একের পর এক দারুণ ফাস্ট বোলার তুলে আনছে। তাদের হাতে ভাল স্পিনিং অবশনও রয়েছে। কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের দিকে দেখেন তা হলে আপনি চাইবেন পেসার যারা গতিতে বল করে তাদের দলে রাখতে।"

English summary
Australian Legend Brett Lee says Former India Skipper Virat Kohli can take a break for sometime from cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X