ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে কেমন জার্সি গায়ে মাঠে নামলেন ফিঞ্চরা!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ১৯৯২ সালের বিশ্বকাপের সময়কার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমে বিশ্বকে চমকে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এবার চমক দেওয়ার পালা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ নতুন জার্সি গায়ে মাঠে নামলেন অ্যারন ফিঞ্চরা। ঐহিত্যই যার মূল আকর্ষণ।

মানুকা ওভালে ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া। ওয়ান ডে-র মতো টি-টোয়েন্টি সিরিজেও টিম ইন্ডিয়াকে পর্যুদস্ত করতে চান স্টিভ স্মিথদের। সেই মতো মানসিক প্রস্তুতি সেরে ফেলেছেন অস্ট্রেলিয় ক্রিকেটাররা। এ লড়াই তাঁদের অন্যতম হাতিয়ার হতে চলেছে অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীদের সম্মান জানানো টি-টোয়েন্টি জার্সি। সোশ্যাল মিডিয়ায় যার আত্মপ্রকাশ ইতিমধ্যেই ঘটানো হয়েছে। এবার সেই জার্সি পরে মাঠে নামার পালা।
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে সীমিত ওভারের সিরিজ চলার সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কৃষ্ণাঙ্গ মানুষদের সম্মানার্থে মাঠে হাটু মুড়ে বসার রীতি না মেনে বিতর্কে জড়িয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। স্টিভ স্মিথদের নতু টি-টোয়েন্টি জার্সি সেই সমালোচনার জবাব বলে মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
প্রায় ৬০ হাজার বছর আগে অস্ট্রেলিয়ায় বসবাসকারী আদিম উপজাতি গোত্রের মানুষদের সম্মান জানানো হয়েছে টি-টোয়েন্টি জার্সিতে। সেটি সাজিয়েছেন ফিওনা ক্লার্ক। তাঁকে সহযোগিতা করেছেন বাটচুলা ও কোর্টনি হেগেন। স্টিভ স্মিথদের নতুন জার্সি বিশ্বে সাড়া ফেলবে বলে মনে করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোযয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া, নটরাজনের অভিষেক