For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যারন ফিঞ্চ একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নিচ্ছেন? নিউজিল্যান্ডের বিরুদ্ধেই খেলবেন শেষ ম্যাচ?

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বেন স্টোকসের পথে হেঁটেই এবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন অ্যারন ফিঞ্চ? অজি অধিনায়কের অবসর নিয়ে জল্পনা উস্কে দিয়েছে অস্ট্রেলিয়ারই সংবাদমাধ্যম। নিউজিল্যান্ডকে তিন ম্যাচের সিরিজের দুটি ম্যাচে হারিয়ে সিরিজ পকেটে পুরে নিয়েছে ফিঞ্চের দল। রবিবার শেষ ম্যাচ। সেটিই ফিঞ্চের শেষ ওডিআই হতে পারে বলে জল্পনা তুঙ্গে।

অ্যারন ফিঞ্চ একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নিচ্ছেন?

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড তৃতীয় তথা শেষ ম্যাচটি হবে রবিবার। তার আগে অস্ট্রেলীয় অধিনায়ক কাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা (ভারতীয় সময় ভোর ৫টা)-য় সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন। তখনই ফিঞ্চ একদিনের আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে দিতে পারেন। দীর্ঘদিন ধরেই তিনি ফর্মে নেই। যা ইতিমধ্যেই টি ২০ বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ও অস্বস্তি বাড়িয়েছে অস্ট্রেলিয়া শিবিরে। টি ২০ ক্রিকেট নিয়েও নিজের পরিকল্পনা কাল ফিঞ্চ কিছু বলেন কিনা সেদিকে নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদেরও। কেন না, গত জুলাই মাসেই ফিঞ্চ ইঙ্গিত দিয়েছিলেন তিনি এবং আরও কয়েকজন ক্রিকেটার টি ২০ বিশ্বকাপের পর অবসর নিতে পারেন।

টি ২০ স্পেশ্যালিস্ট হিসেবেই ফিঞ্চের কেরিয়ার শুরু। ২০১১ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক। ২০১৩ সালে মেলবোর্নে একদিনের আন্তর্জাতিকে অভিষেক শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০১৮ সালের অক্টোবরে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন ফিঞ্চ। প্রায় আড়াই মাসের টেস্ট কেরিয়ার। ২০১৮-র ডিসেম্বরে মেলবোর্নে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলার পর আর সুযোগ পাননি। ৫টি টেস্টে ২৭৮ রান করেছেন, দুটি অর্ধশতরান-সহ। ১৪৫টি একদিনের আন্তর্জাতিকে ৫৪০১ রান করেছেন ফিঞ্চ, ১৭টি শতরান ও ৩০টি অর্ধশতরান রয়েছে। টি ২০ আন্তর্জাতিক খেলেছেন ৯২টি, রান করেছেন ২৮৫৫। ২টি শতরান ও ১৭টি অর্ধশতরান রয়েছে।

ফিঞ্চের অফ ফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকছেই। শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজে তাঁর রান ছিল যথাক্রমে ৪৪, ১৪, ৬২, ০ এবং ০। এরপর টাউন্সভিলে গত মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে ফিঞ্চ ১৫, ১ ও ৫ রান করেন। জিম্বাবোয়ের কাছে একদিনের সিরিজে একটি ম্যাচে হেরেও যায় ফিঞ্চের দল। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে কেয়ার্নসে দুটি ম্যাচে ফিঞ্চের সংগ্রহ ৫ এবং ০ রান। অর্থাৎ শেষ দশটি ইনিংসে তিনি তিনবার শূন্য রানে আউট হয়েছেন। মাত্র চারবার দুই অঙ্কের রান পেয়েছেন। এবারের আইপিএল মেগা নিলাম থেকে ফিঞ্চকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু ভরসা দিতে পারেননি তিনি।

দলীপ ট্রফিতে দ্বিশতরান অজিঙ্ক রাহানে ও যশস্বী জয়সওয়ালের, শতরান পৃথ্বী-বিরাটেরদলীপ ট্রফিতে দ্বিশতরান অজিঙ্ক রাহানে ও যশস্বী জয়সওয়ালের, শতরান পৃথ্বী-বিরাটের

English summary
Australian Captain Aaron Finch Is Likely To Announce ODI Retirement On The Eve Of 3rd ODI Against New Zealand. Finch Will Address The Media At 10:30 AM (5:00 AM IST) On Saturday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X