For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডকে ২৪৭ রানে হারিয়ে বক্সিং ডে টেস্ট জিতল অস্ট্রেলিয়া

নাথান লায়ান ও জেমস প্যাটিনসনের দাপটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ২৪৭ রানে জিতল অস্ট্রেলিয়া। একই সঙ্গে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজেও ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন অজিরা।

  • |
Google Oneindia Bengali News

নাথান লায়ান ও জেমস প্যাটিনসনের দাপটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ২৪৭ রানে জিতল অস্ট্রেলিয়া। একই সঙ্গে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজেও ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন অজিরা।

টসে জিতে ফিল্ডিং

টসে জিতে ফিল্ডিং

মেলবোর্নের এই টেস্ট ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৬৭ রান তোলে অস্ট্রেলিয়া। শতরান করেন ট্রেভিস হেড (১১৪)। স্টিভ স্টিথ ও অজি অধিনায়ক টিম পেইন যথাক্রমে ৮৫ ও ৭৯ রান করেন।

কিউয়ি শিবিরে ধস

কিউয়ি শিবিরে ধস

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। ওপেনার টম লাথাম (৫০) ছাড়া কোনও কিউয়ি ব্যাটসম্যানই লড়াই করতে পারেননি। ফলে প্রথম ইনিংসে ১৪৮-র বেশি রান তুলতে পারেনি কেন উইলিয়ামসন শিবির। ৫ উইকেট নেন প্যাট কমিন্স। ৩ ও ২ উইকেট নেন যথাক্রমে জেমস প্যাটিনসন ও মিচেল স্টার্ক।

 দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৮ রান তুলে ডিক্লিয়ার দিয়ে দেয় অস্ট্রেলিয়া। অজি শিবিরের হয়ে ৩৮, ৩৫ ও ৩০ রান করেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার, জো বার্নস ও ম্যাথু ওয়েডস। নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন পেসার নেইল ওয়াংগার।

১৪৮ রানে অল-আউট নিউজিল্যান্ড

১৪৮ রানে অল-আউট নিউজিল্যান্ড

দ্বিতীয় ইনিংসে ৪৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ২৪০ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ড। ওপেনার টম ব্লুন্ডেল (১২১) ছাড়া কেউই ক্রিজে স্থায়ী হননি। অস্ট্রেলিয়ার হয়ে ৪ ও ৩ উইকেট নেন যথাক্রমে নাথান লায়ন ও জেমস প্যাটিনসন।

English summary
Australia won boxing day test against New Zealand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X