For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের ফাইনালে ঝলসে উঠল মহিলা অস্ট্রেলিয়া দল, রানের পাহাড় গড়লেন হিলি-হেনসরা

বিশ্বকাপের ফাইনালে ঝলসে উঠল মহিলা অস্ট্রেলিয়া দল, রানের পাহাড় গড়লেন হিলি-হেনসরা

Google Oneindia Bengali News

মহিলা বিশ্বকাপের ফাইালে ঝড় তুলল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলা ক্রিকেটের বৃহত্তম টুর্নামেন্টে কার্যত জয় থেকে স্রেফ এক সুতোর ব্যবধান ক্যাঙ্গারু বাহিনীর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৫৬/৫ (৫০ ওভার)। অজি মহিলা দলের হয়ে এ দিন দুর্ধর্ষ শতরান করেন উইকেটরক্ষক অ্যালিসা হিলি। ১৩৮ বলে চোখ ধাঁধানো ১৭০ রানের ইনিংস খেলেন তিনি।

বিশ্বকাপের ফাইনালে ঝলসে উঠল মহিলা অস্ট্রেলিয়া দল, রানের পাহাড় গড়লেন হিলে-হেনসরা

মেগা ফাইনালে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হিথার নাইট। যা একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল না। যে উইকেটে বিশ্বকাপের ফাইনাল খেলা হচ্ছে তা একেবারেই নতুন। গোটা টুর্নামেন্টে একটি ম্যাচও এই উইকেটে খেলা হয়নি। উইকেটে ঘাস থাকায় বাউন্স এই উইকেটে থাকবে তা বোঝাই যাচ্ছিল এবং তা অবশ্যই ইভেন বাউন্স। পেসারদের জন্য উইকেটে প্রাণ থাকলেও দ্বিতীয় ইনিংসে সুবিধা পেত স্পিনাররা। ফলে এমন চরিত্র যেই উইকেটের সেই উইকেটে টসে জিতে ব্যাটিং করাটাই ঠিক সিদ্ধান্ত হত। অধিনায়ক পিচ পড়তে ভুল করার মাশুল গুনতে হয় ইংল্যান্ডকে।

ব্যাটিং সহায়ক উইকেটে শুরু থেকেই ঝড় তোলে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। প্রথম উইকেটে ১৬০ রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়া মহিলা দল। দ্বিতীয় উইকেটে ১৫৬ রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়া।

ক্যাঙ্গারু বাহিনীর হয়ে ১৩৮ বলে ১৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালিসা হিলে। ২৬টি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। অপর ওপেনার রিচেল হেনস করে ৬৮ রান। ৭টি চার দিয়ে সাজান ছিল এই তারকা ব্যাটারের ইনিংস। বিথ মুনি করেন ৬২ রান।

ইল্যান্ডের হয়ে এই ম্যাচে তিনটি উইকেট পেয়েছেন অনয়া স্রাবসোল। একটি উইকেট পেয়েছেন সোলি ইকলেস্টোন। ২০১৭ সালে শেষ বার আয়োজিত হয়েছিল মহিলা ক্রিকেট বিশ্বকাপ। ঘরের মাঠে সেই বার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ভারতকে হারিয়ে চতুর্থ বার মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পক্ষে খেতাব ধরে রাখারা চ্যালেঞ্জটা এ বার আরও কঠিন হয়ে গেল প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া পাহাড়প্রমাণ রান তুলে দেওয়ায়।

English summary
Australia Women scored 356/5 batted first in the final of the women's world cup. Alyssa Healy scored brilliant 170 runs in the final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X