For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC Women's world cup 2022: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে মহিলা বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে মহিলা বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া

Google Oneindia Bengali News

মহিলা ক্রিকেট বিশ্বকাপে জয়ে ধ্বজা ওড়াল অস্ট্রেলিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৭১ রানে পরাজিত করল অজি মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক উইকেটরক্ষক- ব্যাটলম্যান অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়ার ৩৫৬/৫ রানের জবাবে ইংল্যান্ডের ইনিংস থমকে গেল ২৮৫ রানে। এই জয়ের ফলে সপ্তমবার মহিলা ক্রিকেটের সর্বোচ্চ খেতাহ জয় করল অস্ট্রেলিয়া।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে মহিলা বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া

এ দিন টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক হিথার নাইট। প্রথমে ব্যাটিং করার সুযোগ ভাল মতো কাজে লাগায় অস্ট্রেলিয়া।ম উইকেটে ১৬০ রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়া মহিলা দল। দ্বিতীয় উইকেটে ১৫৬ রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়া।

ক্যাঙ্গারু বাহিনীর হয়ে ১৩৮ বলে ১৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালিসা হিলে। ২৬টি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। অপর ওপেনার রিচেল হেনস করে ৬৮ রান। ৭টি চার দিয়ে সাজান ছিল এই তারকা ব্যাটারের ইনিংস। বিথ মুনি করেন ৬২ রান। ইল্যান্ডের হয়ে এই ম্যাচে তিনটি উইকেট পেয়েছেন অনয়া স্রাবসোল। একটি উইকেট পেয়েছেন সোলি ইকলেস্টোন।

ICC Womens world cup 2022: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে মহিলা বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া

পুরুষদের ক্রিকেটেই এত রান তাড়া করে জেতা অসম্ভব হয়ে পড়ে, সেখানে মহিলাদের ক্রিকেটে তাও বিশ্বকাপের ফাইনালে এই পাহাড়প্রমাণ রান তাড়া করেন জেতা যে বেশ কঠিন হতে চলেছে ইংল্যান্ডের জন্য তা বোঝাই যাচ্ছিল। বাস্তবেও সেটাই ঘটল। ৩৫৭ রান তাড়া করতে গেলে যে পরিকল্পনা এবং ধৈর্য্যের পরীক্ষা দিতে হয় তার একটিও রবিবারের এই ম্যাচে দেখা গেল না ইংল্যান্ড ক্রিকেটারদের মধ্যে।

একমাত্র নাতালিয়া স্কিভার ছাড়া কোনও ইংলিশ ব্যাটারের খেলার সঠিক পরিকল্পনার ছাপ দেখা যায়নি। স্কিভার একাই লড়াই চালিয়ে যান, অপর এন্ড থেকে কোনও ব্যাটারের থেকেই তিনি সহযোগীতা পাননি। শেষ পর্যন্ত ১৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি। দুই ওপেনার ট্যামি বিউমন্ট (২৭) এবং ড্যানিয়েল ওয়াট (৪)কম রানের মধ্যে পর পর আউট হয়ে ইংল্যান্ডের চাপ বাড়ায়। তিন নম্বরে ব্যাটিং করতে আসা ইংল্যান্ডের অধিনায়ক এবং মহিলা ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ তারকা ইনিংসকে দীর্ঘায়িত করে দলের পাশে দাঁড়াতে পারেননি। তাঁর ব্যাট থেকে আসে ২৬ রানের ইনিংস। উইকেটরক্ষক অ্যামি জোনস এবং সোফিয়া ডাঙ্কলে যথাক্রমে করেন ২০ এবং ২২ রান। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট পান আলানা কিং এবং জেস জোনাসেন। দু'টি উইকেট শিকার মেগান স্কুটের। একটি করে উইকেট পেয়েছেন তালিয়া ম্যাগ্রাথ এবং অ্যাশলেগ গার্ডনার। অস্ট্রেলিয়াকে সপ্তমবার মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন করানো হিলি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

English summary
Australia Women team beat England Women team to clinch their seventh ICC Women's cricket world cup title in New Zealand.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X