For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আনপ্রেডিকটেবল পাকিস্তানের সামনে লড়াকু অস্ট্রেলিয়া, কে এগিয়ে?

আনপ্রেডিকটেবল পাকিস্তানের সামনে লড়াকু অস্ট্রেলিয়া, কে এগিয়ে?

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কটুকাটা হওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে অপ্রত্যাশিত জয় পাকিস্তান দলকে মোটিভেট করেছে। ওই ম্য়াচে সারফারাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, বাবর আজমদের আগ্রাসন নেটিজেনদের প্রশংসাও কুড়িয়ছে।

আনপ্রেডিকটেবল পাকিস্তানের সামনে লড়াকু অস্ট্রেলিয়া, কে এগিয়ে?

এই অবস্থায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সেখান থেকে এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছে পাকিস্তানকে। তাই বুধবার ২ পয়েন্টের আশাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝাপাতে চলেছেন সারফারাজ আহমেদরা। তার পাক সমর্থকদের একটাই প্রার্থনা, বৃষ্টি যেন পাল্টে না দেয় ম্যাচের ভাগ্য।

উল্লেখ্য চলতি বছরের শুরুতেই অজিদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হেরেছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু সেই দল ও বিশ্বকাপের এই দলের মানসিকতার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য বলে পাক ক্রিকেটারদের তরফে দাবি করা হয়েছে। এই দল ওই হারের বদলা নিতে তৈরি বলে দাবি করা হয়েছে।

আনপ্রেডিকটেবল পাকিস্তানের সামনে লড়াকু অস্ট্রেলিয়া, কে এগিয়ে?

যদিও কাজটা যে খুব একটা সহজ হবে না, তা বিলক্ষণই জানেন পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা। পরিসংখ্যান বলছে, ২০১৭-র জানুয়ারি মাসের পর থেকে ১৪টি একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে পাকিস্তান। সারফারাজ আহমেদরা ১-১৩ ফলে পিছিয়ে আছেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারাতে যে সবকটি বিভাগে অজিদের টেক্কা দিতে হবে, তা জানে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। অনুশীলনে খেলোয়াড়দের শারীরিক ভাষাতেও সেই মরিয়া ভাব চোখে পড়েছে।

অন্যদিকে, লন্ডনের ক্যানিংটন ওভালে ভারতের বিরুদ্ধে হার যে বড় ধাক্কা, মুখে না বললেও তা অজি খেলোয়াড়দের শরীরী ভাষা থেকে বোঝা যাচ্ছে। তা বলে লড়াকু অস্ট্রেলিয়া সেখানেই থেমে থাকতে চাইছে না। তুলনামূলক দুর্বল পাকিস্তানকে হেলাফেলা না করে বরং কড়া মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছে অজি শিবির। এরই মধ্যে চোটের কারণে পাকিস্তান ম্যাচে মার্কাস স্টোইনিসের ছিটকে যাওয়াকেও ভালো ভাবে দেখছে না অস্ট্রেলিয়া। যদিও তাদের পরিবর্ত তৈরি আছে বলেও অজি টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।

দুই দলের প্রথম একাদশ

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, উসমান খাওয়াজা, গ্লেন ম্যাক্সওয়াল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জেসন বেহরেনডর্ফ, নাথান কুল্টার-নাইল, প্যাট কমিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

পাকিস্তান : ইমাম উল হক, ফাকার জামান, বাবর আজম, মহম্মদ হাফিজ, সারফারাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আসিফ আলি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মহম্মদ আমির, ইমাদ ওয়াসিম, হাসান আলি।

English summary
Australia will face motivated Pakistan in must win game of World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X