For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া বনাম ভারত: বিরাট ভুল! পার্থ টেস্টে গোড়ায় গলদ মানলেন ভারত অধিনায়ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, তিনি ভেবেছিলেন পার্থ টেস্ট জয়ের জন্য ৪ সিমারই যথেষ্ট হবে।
 

  • |
Google Oneindia Bengali News

পার্থ টেস্টের সবুজ উইকেটে একজনও পূর্ণ সময়ের স্পিনার ছাড়া চার পেসার খেলিয়ে বাজিমাত করতে চেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৬ রানে হেরে সেই দল বাছাইয়ের বড় মূল্য চোকাতে হয়েছে ভারতকে। ইশান্ত শর্মা (৪১-৪) ও মহম্মদ শামি (৫৬-৬) ভাল বল করলেও পার্থ টেস্ট জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

দল বাছাইয়ের গলদ মানলেন ভারত অধিনায়ক

অ্যাডিলেড টেস্টের পর চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন অশ্বিন। কিন্তু দলে রবীন্দ্র জাদেজাও ছিলেন। কিন্তু তাঁকে খেলানোর কথা ভাবাই হয়নি। পরাজয়ের পর বিরাট কোহলি জানিয়েছেন, পার্থের উইকেট দেখে তাঁদের মনে হয়েছিল এই টেস্ট জেতার জন্য ৪ পেসারই যথেষ্ট হবে।

ম্যাচের পর বিরাট জানান, 'আমরা য়খন পিচ দেখেছিলাম, জাদেজার বিকল্পের কথা আমাদের মাথাতেই আসেনি। ভেবেছিলাম ৪ পেসার খেলালেই হবে। নাথান লিয়ন দারুণ বল করেছেন। কিন্তু সত্যি বলতে স্পিন বিকল্পের কথা আমরা ভাবিইনি।'

পার্থ টেস্ট হারতে হলেও কোহলি কিন্তু তাঁদের পেসারদের সমর্থন করা থেকে সরে আসেননি। তাঁর মতে, দ্বিতীয় ইনিংসে পেসাররা যেভাবে কর্তৃত্ব দেখিয়েছে তা অত্যন্ত দৃষ্টি-সুখকর।

অপরদিকে, অজি অধিনায়ক হিসেবে এটাই টিম পেইনের প্রথম টেস্ট জয়। গত মার্চ মাসে বল বিকৃতির অভিযোগের পর এটাই অস্ট্রেলিয়ার প্রথম জয়। এই জয়ের ফলে চলতি সিরিজে সমতাও ফেরালো অস্ট্রেলিয়া। কোহলি এই জয়ের জন্য অস্ট্রেলিয়া দলের প্রশংসা করেছেন।

তিনি জানান, 'দল হিসাবে আমরা এই পিচে বেশ ভাল খেলেছি। এই ইতিবাচক দিকটা নিয়েই আমরা পরের ম্যাচে এগিয়ে যাব। অস্ট্রেলিয়া এখানে আমাদের থেকে ভাল ক্রিকেট খেলেছে। এই জয় ওদের প্রাপ্য। আমরা ৩০-৪০ রান বেশি দিয়েছি'।

English summary
Indian captain Virat Kohli said that he thought 4 seamers would be enough to win Perth test after losing it against Australia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X