For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিজ কি হবে স্লেজিং-বিহীন - অ্যাডিলেড টেস্ট শুরুর আগে সুরে সুর মিলে গেল কোহলি ও স্টার্কের

টেস্ট সিরিজ শুরুর আগে কোহলি ও স্টার্ক দুজনেই বললেন, দুই দলের তরফেই কিছু কথা হবে, তবে সীমার মধ্যে থেকেই।

  • |
Google Oneindia Bengali News

ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ মানেই টান টান উত্তেজনা। আর আসন্ন সিরিজে অনেক ক্রিকেটিয় লডা়ইয়ের পাশাপাশি চোখ থাকবে স্লেজিং-এর উপরও। কেপটাউনে বল বিকৃতির ঘটনা ও কালচারাল পিভিউ রমিটির রিোর্টের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ক্রিকেটারদের মাঠের আচার আচরণের উপর কড়ডা নজর রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে কি আসন্ন সিরিজে দেখা যাবে না সেই কুখ্যাত অস্ট্রেলিয় স্লেজিং? অ্যাডিলেডে প্রথম টেস্টের হল গড়ানোর আগে কিন্তু ভারত অধিনায় ঘুরিয়ে মেনে নিলেন একেবারে চুপচাপ কাটবে না সিরিজটি। সাফ জানালেন, দুই দলই কিছু কথা তো বলবেই। তবে তাঁর মতে কোনও দলই সীমা অতিক্রম করবে না।

দিনের শেষে এটা প্রতিযোগিতা

দিনের শেষে এটা প্রতিযোগিতা

কোহলি জানিয়েছেন অতীতে বেশ কয়েকবার দুই দলের ক্রিকেটারদেরই সীমানা অতিক্রম করতে দেখা গিয়েছে। সেই রকম অনভিপ্রেত ঘটনা এই সিরিজে দেখা যাবে না বলেই তাঁর মত। তবে তিনিও একথাও মনে করিয়ে দিয়েছেন দিনের শেষে এটা একটা প্রতিযোগিতামূলক খেলা। তাই দুই দলই কিছু কথার লড়াইতে জড়াবেই।

শরীরি ভাষায় আগ্রাসন

শরীরি ভাষায় আগ্রাসন

তাঁর মতে প্রতিপক্ষ ব্যাটসম্য়ানকে যখন চাপে ফেলার দরকার হবে, তখন বোলাররা বল করে হাসি মুখে ফিরে যাবেন, তা তো হতে পারে না। হয়ত একটি-দুটি কথা হবে। মোট কথা শরীরি ভাষায় আগ্রাসন থাকবে।

একই সুরে মিচেল স্টার্ক

একই সুরে মিচেল স্টার্ক

আশ্চর্যজনকভাবে বিরাট কোহলির সঙ্গে একেবারে সুরে সুর মিলে গিয়েছে অস্ট্রেলিয় জোরে বোলার মিচেল স্টার্কের। তিনি জানিয়েছেন, নিশ্চিতভাবেই বিরাটের সঙ্গে আসন্ন সিরিজে মাঠের মধ্যে তাঁর কিছু কথার লডা়ই দেখা যাবে। আসলে তচাঁর মতে, বিরাটের মতো প্রতিযোগীর সঙ্গে মাঠে সময় কাটানোর মজাই আলাদা।

সিরিজের পর হাসাহাসি

সিরিজের পর হাসাহাসি

স্টার্ক এও জানিয়েছেন, মাঠের বাইরে বিরাটের সঙ্গে তাঁর ভাল বন্ধুত্ব আছে। সিরিজ শেষ হওয়ার পর বিরাট ও তিনি হয়তো সিরিজে হওয়া কথার লডা়ই গুলি নিয়ে হাসাহাসি করবেন। তিনি জানিয়েছেন, মাঠের বাইরে বিরাট যতটাই নির্মম প্রতিযোগী, মাঠের বাইরে তিনি ততটাই ভাল মানুষ।

English summary
Both Kohli and starc have said few words will be uttered by both the teams but without stepping over the line just before the begining of the test series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X