For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটকে গালি, পূজারাকে তালি! চেতেশ্বরের ব্য়াটিং-এ বশে আসল সিডনির গ্যালারিও, দেখুন ভিডিও

চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৩ রানের বিশাল ইনিংস খেলার পর সিডনির গ্যালারি উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানালো চেতেশ্বর পূজারাকে।

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার গ্য়ালারিতে তাদের সমর্থকরা সব থাকেন জঙ্গি মেজাজে। সিডনি টেস্ট শুরুর আগেই এই বিষয়টি নিয়ে মুখ খুলে বিরাট কোহলি বলেছিলেন গ্য়ারির ৪০ হাজার দর্শকও যেন ব্য়াটসম্য়ানের উইকেট ফেলতে চায় বলে মনে হয়। টেস্টের প্রথমদিন ব্য়াট করতে নামার সময়, তাদের টিটকিরিও শুনতে হয় কোহলিকে। কিন্তু এই জঙ্গি-গ্য়ালারিকেও তাঁর ব্য়াটিং-এর সম্মোহনে বশ করে ফেললেন চেতেশ্বর পুজারা।

বিরাটকে গালি, পূজারাকে তালি!

প্রথম দিন দ্বিতীয় ওভারে শেষ হওয়ার আগেই ব্যাট করতে নেমেছিলেন তিনি। আর আউট হলেন ১৩০তম ওভারে। মাঝের সময়টা কখনও মায়াঙ্ক, কোহলি, রাহানে ও পন্থকে নিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন ভারতের ইনিংসকে। ৩৭৩ বল খেলে ১৯৩ রান করে যখন তিনি প্যভিলিয়নে ফিরছেন, তখন এক পরাবস্তব চিত্র তৈরি হল সিডনির গ্যালারিতে।

দ্বিশতরান হারালেও ক্রিকেট-বীরের মর্যাদা পেলেন পূজারা। সিডনির গ্যালারির সব অংশের মানুষ উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান জানালো তাঁর মহাকাব্যিক প্রচেষ্টাকে। তখন কে বলবে, এই সিডনির গ্য়ালারি থেকেই অজি সমর্থকরা একদিন আগেই টিটকিরি দিয়েছেন কোহলিকে উদ্দেশ্য করে। কে বলবে, এই গ্যালারির আচরণ নিয়ে লজ্জাবনত হয়েছেন রিকি পন্টিং। বলেছেন, প্রতিপক্ষকে শ্রদ্ধা করতে জানা উচিত।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Cheteshwar Pujara falls to a monumental 193 <a href="https://twitter.com/scg?ref_src=twsrc%5Etfw">@scg</a>. The knowlegeable crowd at the SCG stands in unison to cheer for a special innings. <a href="https://twitter.com/hashtag/SCGTest?src=hash&ref_src=twsrc%5Etfw">#SCGTest</a> <a href="https://twitter.com/hashtag/PinkTest?src=hash&ref_src=twsrc%5Etfw">#PinkTest</a> <a href="https://twitter.com/hashtag/AUSvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#AUSvIND</a> <a href="https://twitter.com/hashtag/AUSvsIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#AUSvsIND</a> <a href="https://twitter.com/hashtag/INDvsAUS?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvsAUS</a> <a href="https://twitter.com/hashtag/INDvAUS?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvAUS</a> <a href="https://t.co/YFaW0accxm">pic.twitter.com/YFaW0accxm</a></p>— Vijay Arumugam (@vijayarumugam) <a href="https://twitter.com/vijayarumugam/status/1081022601734967297?ref_src=twsrc%5Etfw">January 4, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

নিজের ক্রিকেট দক্ষতায় সম্মান-শ্রদ্দা আদায় করে নিলেন ভারতের তিন নম্বর ব্য়াট। এই নিয়ে সিরিজে এখনও পর্যন্ত ৭ ইনিংসে ৭৪.৪৩ গড়ে ৫২১ রান তুলে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। ৩টি শতরান ও ১টি অর্ধশতরানও রয়েছে। এমনকী, স্ট্রাইক রেটেও তিনি বিরাট কোহলির থেকেও এগিয়ে আছেন (পূজারা ৪১.৪১, কোহলি ৪১.২৩)।

তে তিনি প্যাভিলিয়নে ফেরার সময় আরও একটি মজার ঘটনাও ঘটল। সেই সময় পুজারার সঙ্গে ব্য়াট করেছিলেন পন্থ। আউট হওয়ার পর পূজারাকে অভিনন্দন জানাতে ভুলে গিয়েছিলেন তিনি। সিডনির ঠাসা গ্যালারির শ্রদ্ধা কুড়োতে কুড়োতে পূজারা বের হওয়ার সময় হঠাতই পন্থের মাথায় আসে সেই কথা। ক্রিজ থেকে প্রায় বাউন্ডারির কাছে দৌড়ে গিয়ে পূজারাকে বুকে জড়িয়ে ধরেন তিনি।

এছাড়া, এদিন এই সিরিজে পূজারার ১,২৫৮টি বল খেলা হয়ে গেল। যা অস্ট্রেলিয়ার মাটিতে কোনও বিদেশী ক্রিকেটারের এক সিরিজে খেলা সবচেয়ে বেশি বলের রেকর্ড। তিনি ভেঙে দিয়েছেন ১৯২৮-২৯'এর অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের হারবার্ট সাটক্লিফ-এর খেলা ১,২৩৭টি বল খেলার রেকর্ড। এই ব্যাপারে তিনি পিছনে ফেলে দিয়েছেন রাহুল দ্রাবিড়কেও (২০০৩-০৪ সফরে ১,২০৩টি বল)।

English summary
Cheteshwar Pujara got standing ovations from Sydney gallery after scoring epic innings of 193 against Australia on the second day of the 4th test.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X