For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম অস্ট্রেলিয়া, অযাচিত বিতর্কে ধাক্কা খেল বিশ্বকাপের প্রস্তুতি! ফের পরীক্ষা ধোনি ও রায়ডুর

অস্ট্রেলিয়া বনাম ভারত ওডিআই সিরিজের প্রথম ম্যাচের প্রিভিউ। এছাড়াও, জেনে নিন কখন এবং কোথায় ম্যাচ দেখা যাবে, সম্ভাব্য প্রথম একাদশ এবং আরও অনেক কিছু।

  • |
Google Oneindia Bengali News

তাঁরা বিশ্বকাপের জন্য লড়ছেন না। তবু শনিবার (১২ জানুয়ারি) থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া বনাম ভারত ওডিআই সিরিজের আগে হঠাতই সিডনির মাঠে আইসিসি বিশ্বকাপ হাতে ছবি তোলার জন্য পোজ দিলেন দুই অধিনায়ক। বিশ্বকাপ দখলের লড়াই শুরু না হলেও আসন্ন একদিনের সিরিজ তো ভারতের কাছে বিশ্বকাপের দল চুড়ান্ত করার সুযোগ তো বটেই।

তার আগে অবশ্য অযাচিত বিতর্কে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজ জয়ের গরীমা ঢেকে গিয়েছে হার্দিক-কেএল রাহুল বিতর্কের অন্ধকারে। ক্রিকেট থেকে সরে গিয়েছে ফোকাস। আর এই বিতর্কের জেরেই কিছুটা হলেও টাল খেয়েছে দলের ভারসাম্য। দুই ক্রিকেটারকে বোর্ড এখনও কোনও চুড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারায়, রীতি অনুযায়ী ম্য়াচের আগের দিন পর্যন্ত প্রাথমিক দলও ঘোষণা করতে পারেননি কোহলি-শাস্ত্রীরা।

বিহার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে

বিহার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে

আজ বুধবার বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন।

ভারতীয় দলের খবর

ভারতীয় দলের খবর

দলের খবর হার্দিক অন্তত প্রথম ম্যাচে খেলছেন না। তাঁর জায়গায় অলরাউন্ডারের ভূমিকায় খেলবেন রবীন্দ্র জাদেজা। তাঁর সঙ্গে জুটি হিসেবে থাকছেন বাঁহাতি চায়নাম্যান বোলার কূলদীপ। আর পঞ্চম বোলারের দায়িত্ব সামলাতে হবে কেদার যাদবকে। প্রথম তিন স্থানে রোহিত-শিখর ও বিরাটকে নিয়ে কোনও প্রশ্নই নেই। মিড অর্ডারে থাকবেন কেদার যাদব, আম্বাতি রায়ডু ও এমএস ধোনি। শেষের দুজনের উপর এই সিরিজে কিন্তু কড়া নজর থাকবে টিম ম্যানেজনমেন্টের।

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে আজ বুধবার। সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ এই বৈঠক হওয়ার কথা।

ফোকাসে ধোনি, রায়ডু

ফোকাসে ধোনি, রায়ডু

২০১৮ সালটা মোটেই ভাল যায়নি এমএস ধোনির। ২০টি একদিনের ম্যাচে মাত্র ২৭৫ রান পেয়েছেন। গড় ২৫। একটি অর্ধশতরানও নেই। সবচেয়ে বড় কথা তাঁর স্ট্রাইক রেট ছিল ৭১.৪২, যা তাঁর কেরিয়ারের স্ট্রাইরেট ৮৭.৮৯-এর থেকে অনেক কম। তাঁর মতো বড় মাপের ব্য়াটসম্য়ান দ্রুত ছন্দে ফিরুন এটাই চাইছে টিম ম্যানেজমেন্ট। ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছেন কিন্তু তরুণ পন্থ। আছেন কার্তিকও।

এশিয়া পাক থেকেই দীর্ঘমেয়াদে মহাগুরুত্বপূর্ণ চার নম্বর জায়গায় কেলানো হচ্ছে রাযডুকে। ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে তিনি একটি শতরান-সহ এশিয়া কাপ থেকে মোট ১১টি একদিনের ম্যাচে ৫৬ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। তিনি ধারাবাহিকভাবে রান করলেও মাথায় রাখতে হবে এশিয়া কাপ বা ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে পরিবেশ, পরিস্থিতি কিন্তু ইংল্যান্ডের (বিশ্বকাপ যেখানে হবে) থেকে অনেকটাই আলাদা ছিল। কাছাকাছি পরিস্থিতি মিলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এই দুই সিরিজে কিন্তু রায়ডু কেমন খেলবেন তার উপরে চার নম্বরের ভবিষ্যত অনেকটাই নির্ভর করছে।

সনিয়ার শোক

সনিয়ার শোক

ইয়েমেনে সৌদি বিমান হানায় ভারতীয়দের মারা যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।

খারাপ রেকর্ড

খারাপ রেকর্ড

অস্ট্রেলিয়ায় ভারতের একদিনের ম্য়াচের রেকর্ড কিন্তু বেশ খারাপ। ১৯৮৫ সালে ওয়ার্ল্ড চ্য়াম্পিয়নশিপ ও ২০০৮ সালের ভিবি সিরিজ জয় বাদ দিলে ৪৮টি একদিনের ম্যাচে ভারত ৩৫টিতেই পরাজিত হয়েছে। ব্য়াটিংয়ে স্মিথ-ওয়ার্নাররা নেই। তার উপর বিশ্রামে রয়েছেন পেসত্রয়ী স্টার্ক, কামিন্স ও হ্য়াজেলউড। কাজেই এইবার কারপ রেকর্ড উন্নত হওয়ার আশা রয়েছে।

আজিজের তোপ

আজিজের তোপ

ভারতের কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে পাকিস্তান বিরোধী বলে তোপ দাগলেন জাতীয় পাক নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ।

অস্ট্রেলিয়া দলের খবর

অস্ট্রেলিয়া দলের খবর

একদিন আগেই প্রথম ওডিআই ম্যাচের প্রথম একাদশ জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। একমাত্র স্পিনার হিসেবে দলে রয়েছেন নাথান লিয়ন। ২০১০ সালের পর স্কোয়াডে ফিরেই প্রথম একাদশে জায়গা পেয়েছেন ৩৪ বছরের পিটার সিডলও। প্রথমবার অধিনায়ক ফিঞ্চের সঙ্গে ওপেনে জুটি বাঁধছেন উইকেটরক্ষক-ব্য়াটসম্য়ান অ্যালেক্স কেরি। খোয়াজা, শন মার্শ ও হ্যান্ডসকম্বের উপর দায়িত্ব মিডল অর্ডারের। ছয়-সাতে আসবেন স্টইনিস ও ম্য়াক্সওয়েল।

ইএম বাইপাসে বাসের ধাক্কায় মৃত কিশোরী

ইএম বাইপাসে বাসের ধাক্কায় মৃত কিশোরী

ইএম বাইপাসে গড়িয়াগামী বাসের ধাক্কায় মৃত এক কিশোরী। এদিন সকাল ৮ টা ৩০ মিনিট নাগাদ কসবা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।

দুই দলের প্রথম একাদশ

দুই দলের প্রথম একাদশ

ভারত (সম্ভাব্য): শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ডু, কেদার যাদব, এমএস ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ভূবনেশ্বর কুমার, মহম্মদ শামি/ খলিল আহমেদ।

অস্ট্রেলিয়া (ঘোষিত): অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), উসান খোয়াজা, শন মার্শ, পিটার হ্য়ান্ডসকম্ব, মার্কাস স্টইনিস, গ্লেন ম্য়াক্সওয়েল, নাতান লিয়ন, পিটার সিডল, ঝাই রিচার্ডসন, জেসন বেহরেনডর্ফ।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল

দুর্গাপুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ৬ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের।

কখন কোথায় দেখা যাবে?

কখন কোথায় দেখা যাবে?

অস্ট্রেলিয়া বনাম ভারত, প্রথম একদিনের ম্য়াচ
তারিখ - ১২ জানুয়ারি, শনিবার
সময় - ভারতীয় সময় সকাল ৭.৫০
টিভি চ্য়ানেল - সোনি স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন - সোনিলাইভ.কম

বিহারে পাঁচ দফার নির্বাচন

বিহারে পাঁচ দফার নির্বাচন

বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। পাঁচ দফায় ভোট হবে। প্রথম দফার ভোট আগামী ১২ অক্টোবর। দ্বিতীয় দফা ১৬ অক্টোবর, তৃতীয় দফা ২৮ অক্টোবর, চতুর্থ দফা ১ নভেম্বর ও পঞ্চম দফা ৫ নভেম্বর। ফলপ্রকাশ হবে ৮ নভেম্বর।

রাজীব গান্ধীর মূর্তি উন্মোচন

রাজীব গান্ধীর মূর্তি উন্মোচন

উত্তরপ্রদেশের রায়বরেলির পঞ্চায়েত ভবনে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি উন্মোচন করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।

English summary
Preview of the 1st match of the ODI series between Australia vs India. Also, find out when and where to watch the match, possible XI and more.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X