For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে কতবার মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, কার পাল্লা ভারী

বৃহস্পতিবার এজবাস্টনে বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়া। তার আগে দেখে নেওয়া যাক, বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে দুই দল।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার এজবাস্টনে বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তার আগে দেখে নেওয়া যাক, বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে দুই দল।

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক বসতে চলেছে এদিন। উপস্থিত থাকার কথা শীর্ষস্থানীয় নেতৃত্বের।

১৮ জুন ১৯৭৫

১৮ জুন ১৯৭৫

ইংল্যান্ডের লিডসে বিশ্বকাপের প্রথম এডিশনের প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চির শত্রু। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইয়ান চ্যাপেলের দল। গ্যারি গিলমারের আগুন ঝরানো বোলিংয়ে মাত্র ৯৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ম্যাচ বের করে নেয় অস্ট্রেলিয়া।

কৃষি উন্নতি মেলা

কৃষি উন্নতি মেলা

নয়াদিল্লিতে 'কৃষি উন্নতি মেলা'-র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 ৮ নভেম্বর ১৯৮৭

৮ নভেম্বর ১৯৮৭

বিশ্বকাপের চতুর্থ সংস্করণের মেগা ফাইনালে কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল দুই দল। সেদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক অ্যালেন বর্ডার। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ৫০ ওভারে ২৪৬ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। প্রথমবার বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।

উমর খালিদের গর্ব

উমর খালিদের গর্ব

রাষ্ট্রদ্রোহিতার মামলায় জামিন পাওয়া উমর খালিদ জানালেন, এই ধারায় জেলে যেতে হওয়ায় তিনি লজ্জিত নন, বরং গর্ব অনুভব করছেন। তিহার জেল থেকে বেরিয়ে জেএনইউ-এর ছাত্রছাত্রীদের উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন তিনি।

৫ মার্চ ১৯৯২

৫ মার্চ ১৯৯২

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যালেন বর্ডারের অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল গ্রাহাম গুচের ইংল্যান্ড। ঘরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করে ১৭১ রানে অল আউট হয়েছিলেন অজিরা। মাত্র ২ উইকেট হারিয়ে ম্যাচ বের করে নেয় ইংল্যান্ড।

ইডেনে ভারত-পাক মহারণ

ইডেনে ভারত-পাক মহারণ

আজ ইডেনে টি২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। প্রথম ম্যাচ জেতায় এদিন সুবিধাজনক অবস্থানে থেকে ম্যাচে নামবে পাকিস্তান। উল্টো অবস্থা ভারতের।

 ২ মার্চ ২০০৩

২ মার্চ ২০০৩

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে গ্রুপ লিগের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ২০৪ রানে অল আউট হয়ে গিয়েছিল নাসের হুসেনের দল। ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন অজি ফাস্ট বোলার অ্যান্ডি বিচেল। জবাবে ৮ উইকেট হারিয়ে ম্যাচ বের করে নেন অজিরা।

প্যারিস হামলার মূল চক্রী গ্রেফতার

প্যারিস হামলার মূল চক্রী গ্রেফতার

প্যারিস হামলার চারমাস পরে বেলজিয়ামের ব্রাসেলস থেকে গ্রেফতার করা হল ঘটনার মূল অভিযুক্ত সলাহ আব্দেসলামকে। এই জঙ্গিকে গ্রেফতার করে ফরাসি পুলিশ।

৮ এপ্রিল ২০০৭

৮ এপ্রিল ২০০৭

ওয়েস্ট ইন্ডিজের আন্টিগুয়াতে বিশ্বকাপের সুপার এইটে মুখোমুখি হয়েছিল দুই দল। টসে জিতে ব্যাট করতে নেমে কেভিন পিটারসেনের দুর্দান্ত শতরানের দৌলতে ২৪৭ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জেতে অজিরা। ১০৬ বলে ৮৬ রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং।

বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টির সম্ভাবনা

ইডেনে ভারত-পাক ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই আশঙ্কার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর।

 ১৪ ফেব্রুয়ারি ২০১৫

১৪ ফেব্রুয়ারি ২০১৫

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। অ্যারন ফিঞ্চের দুরন্ত শতরানের সৌজন্যে ৫০ ওভারে ৩৪২ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২৩১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জেমস টেলরের অনবদ্য ৯৮ রানের ইনিংস কোনও কাজে আসেনি।

কপিলের সতর্কবাণী

কপিলের সতর্কবাণী

ভারত-পাক ম্যাচে শাহিদ আফ্রিদির দিকে নজর রাখার পরামর্শ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

২৫ জুন ২০১৯

২৫ জুন ২০১৯

চলতি বিশ্বকাপের লিগ স্তরে লর্ডসে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমে ব্যাট করে ২৮৫ রান তোলে অস্ট্রেলিয়া। শতরান করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। জবাবে ২২১ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।

অর্থাৎ বিশ্বকাপে সাত বারের সাক্ষাতে ৬-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

শাহরিয়র উবাচ

শাহরিয়র উবাচ

ভারত-পাক ক্রিকেটের স্বার্থে একে রাজনীতি থেকে দূরে রাখা উচিত বলে মন্তব্য করলেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান। একইসঙ্গে দুই দেশের ক্রিকেট সিরিজও ফের চালু হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে ইডেনে খেলতে পেরে পাক দল খুশি বলেও দাবি করেছেন এই ক্রিকেট প্রশাসক।

কোটলায়ও ভারত-পাক মহারণ

কোটলায়ও ভারত-পাক মহারণ

ইডেনের পাশাপাশি দিল্লির ফিরোজ শাহ কোটলায়ও এদিন চলবে ভারত-পাক ক্রিকেট মহারণ। মহিলাদের বিশ্বকাপে এদিন ভারত অধিনায়ক মিতালি রাজ ও পাক অধিনায়ক সানা মীরের দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

জামিন পেলেন গিলানি

জামিন পেলেন গিলানি

দেশদ্রোহিতার মামলায় পাতিয়ালা হাইস আদালতে এদিন জামিন পেলেন অধ্যাপক এসএআর গিলানি। ২০০১ সালে সংসদ জঙ্গি হামলায় ফাঁসি হওয়া আফজল গুরুর স্মরণে ও সমর্থনে দিল্লি প্রেস ক্লাবে বিতর্কিত অনুষ্ঠানের জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

English summary
Australia vs England, head to head in World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X