For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার তারকারা থাকতে পারবেন না আইপিএলের প্রথম থেকে, ২৪ বছর পর পাকিস্তানে যাচ্ছে অজিরা

  • |
Google Oneindia Bengali News

২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। চলতি মাসেই প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল পাকিস্তানে পৌঁছাবে। আগামী সপ্তাহেই অস্ট্রেলিয়া দল ঘোষণার সম্ভাবনা রয়েছে। আজই পাকিস্তান সফরের পূর্ণাঙ্গ সফরের ক্রীড়াসূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত নভেম্বর থেকে এই সফর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। অবশেষে স্বস্তি পেল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার তারকারা থাকতে পারবেন না আইপিএলের প্রথম থেকে, ২৪ বছর পর পাকিস্তানে যাচ্ছে অজিরা

১৯৯৮-৯৯ মরশুমে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল মার্ক টেলরের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। পেশোয়ারে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন টেলর। অস্ট্রেলিয়া সেই টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল। ১৯৫৯-৬০ মরশুমে রিচি বেনোর অস্ট্রেলিয়া ফজল মাহমুদের দলকে পাকিস্তানের মাটিতেই ২-০ ব্যবধানে সিরিজে পরাস্ত করেছিল। তারপর টেলরের নেতৃত্বেই প্রথমবার পাকিস্তানে গিয়ে সিরিজ জিতেছিল অজিরা। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি হোম সিরিজ খেললেও কোনওটিই নিজেদের দেশে খেলতে পারেনি পাকিস্তান। ২০০২ সালের সিরিজটি হয়েছিল শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহীতে। ২০১০ সালে সিরিজটি হয় ইংল্যান্ডে। বাকি দুটি হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। ২০১৮ সালের সিরিজে অবশ্য পাকিস্তান জিতেছিল ১-০ ব্যবধানে।

২০১৯ সালের অ্যাশেজের পর এই প্রথম বিদেশ সফরে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ৪ মার্চ থেকে রাওয়ালপিণ্ডিতে হবে প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট মার্চের ১২ তারিখ থেকে। ২১ মার্চ থেকে তৃতীয় টেস্ট লাহোরে। রাওয়ালপিণ্ডিতেই হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। মার্চের ২৯, ৩১ ও ২ তারিখ। ৫ এপ্রিল একমাত্র টি ২০-ও হবে রাওয়ালপিণ্ডিতে। এর ফলে অস্ট্রেলিয়ার সাদা বলের তারকা ক্রিকেটাররা আইপিএলের প্রথম থেকে থাকতে পারবেন না। কেন না, ২৭ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফলে প্রায় সপ্তাহ দুয়েক পর থেকে পাওয়া যাবে অজিদের।

অস্ট্রেলিয়ার তারকারা থাকতে পারবেন না আইপিএলের প্রথম থেকে, ২৪ বছর পর পাকিস্তানে যাচ্ছে অজিরা

পাকিস্তানে প্রতিনিধি পাঠিয়ে নিরাপত্তাজনিত সবদিক খতিয়ে দেখার পরই সফরে সবুজ সঙ্কেত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই বোর্ডই এই সফর সাফল্যের সঙ্গে যাতে হয় তা নিশ্চিত করতে সবরকম পদক্ষেপ করছে। দুই দেশের সরকার ও পিসিবি-র প্রতি ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ নিক হকলে। সফরের বিষয়ে ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, ক্রিকেটার, কোচ, সাপোর্ট টিম, স্টাফ ও নিরাপত্তা বিশেষজ্ঞদের। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স আশাবাদী পূর্ণশক্তির দলই যাবে পাকিস্তান সফরে। নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ড সফর বাতিল করে পাকিস্তান ছাড়ার পর পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা ক্রিকেটারদের উদ্দেশে বলেছিলেন, এমনভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে যাতে অনেক দেশ পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে লাইন দিয়ে থাকে। টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালের আগে অবধি পাকিস্তান অপরাজেয়ই ছিল। খেতাব দখলে নিতে না পারলেও প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দেয় বাবর আজমের দল। আইসিসির পুরস্কারেও তার ইতিবাচক প্রভাবই পড়ে।

English summary
Australia To Tour Pakistan Since 1998 As Many Cricketers Will Miss First Few Days Of The IPL. Australia Will Play 3 Test, 3 ODIs And One-Off T20 Starting From March 4.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X