ICC Test Ranking: দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের প্রভাব, আইসিসির ক্রমতালিকায় শীর্ষ স্থান হারাল ভারত
দক্ষিণ আফ্রিকার বিরু্দ্ধে টেস্ট সিরিজে হেরে আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান হারাল ভারত। দুই ধাপ নেমে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে এগিয়ে গিয়েও জোহানেসবার্গ এবং কেপ টাউনে পর পর দু'টি টেস্ট হেরে প্রোটিয়াদের বিরুদ্ধে তাদেরই দেশে প্রথম বার টেস্চ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে ভারতের। এরই প্রভাব পড় আইসিসি'র সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে।

ভারতকে সরিয়ে দীর্ঘদিন পর বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করল অস্ট্রেলিয়া। ঐতিহ্যের অ্যাশেজে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে পরাস্থ করার পুরস্কার পেল প্যাট কামিন্সের দল। তৃতীয় স্থানে ছিল অস্ট্রেলিয়া। ১১৯ পয়েন্ট নিয়ে ভারত এবং নিউজিল্যান্ড দুই টেস্ট প্লেয়িং নেশনকেই পিছনে ফেলে দিল অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত অ্যাশেজে প্রথম টেস্ট থেকেই দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম টেস্টে জয় পেয়েছে তারা। চতুর্থ টেস্টেও জয়ের দোড়গোড়ায় পৌঁছে গিয়েছিল অজিরা। কিন্তু ভাগ্যের জোরে কোনও ক্রমে শেষ উইকেটে লড়াই চালিয়ে সিডনিতে পিঙ্ক টেস্ট ম্যাচ ড্র রাখতে সমর্থ হয় জো রুটের দল।
ভারতের বিরুদ্ধে ঘরে মাঠে পিছিয়ে থেকে সিরিজ জিতে আইসিসি র্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ১০১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ১১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রখেছে। ঘরের মাঠে টেস্ট র্যাঙ্কিং নীচের দিকে থাকা বাংলাদেশের বিরুদ্ধে ঘরে মাঠে টেস্ট সিরিজ ড্র করে নিউজিল্যান্ড। বে ওভালে প্রথম টেস্টে অবিশ্বাস্য হারের মুখ দেখতে হয় ব্ল্যাক ক্যাপসকে। যদিও দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চে চেনা ছন্দে বাংলাদেশকে একপেশে ম্যাচে হারায় নিউজিল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা পঞ্চম স্থান অর্জন করায় এক ধাপ নীচে নেমে গিয়েছে পাকিস্তান। ইমরান খানের দেশের বর্তমান টেস্ট র্যাঙ্কিং ৬। ৯৩ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠস্থানে রয়েছে বাবর আজমের দল। র্যাঙ্কিং তালিকায় শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড নিজেদের জায়গা ধরে রেখেছে।