For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাসেজের আগে চোট নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া, স্টিভ ওয়া-র সতর্কবার্তা


 ১ অগাস্ট এজবাস্টনে ৭১তম অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে হোম টিম ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া।

  • |
Google Oneindia Bengali News

১ অগাস্ট এজবাস্টনে ৭১তম অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে হোম টিম ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। সদ্য বিশ্বকাপ জিতে ওঠা ইংরেজদের দলের শক্তি যে বাড়তি আত্মবিশ্বাস, তা মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অন্যদিকে প্রথম অ্যাসেজ টেস্টের আগে অজি শিবিরের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে চোট-আঘাত। তারই মধ্যে অস্ট্রেলিয়ান লেজেন্ড স্টিভ ওয়া-র সতর্কবার্তা পরিস্থিতিকে আরও গুরু-গম্ভীর করেছে বলা চলে।

ওয়ার্নারের চোট

ওয়ার্নারের চোট

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে ছিটকে গেলেও টুর্নামেন্টে চুটিয়ে ব্যাটিং করেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই অ্যাসেজ সিরিজেও যে ওয়ার্নারই অজি ব্যাটিং-র অন্যতম ভরসা, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সোমবার নেটে ব্যাট করার সময় পেসার মিচেল নিসেরের বল বাঁ-হাতি ওপেনারের বাঁ-হাঁটুতে আঘাত করে বলে খবর। যদিও ওয়ার্নারের চোট নিয়ে বাড়তি কিছু জানাচ্ছে না অস্ট্রেলিয়া শিবির।

খাওয়াজায় স্বস্তি

খাওয়াজায় স্বস্তি

বিশ্বকাপ খেলার সময়ই গুরতর চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান উসমান খাওয়াজা। অ্যাসেজের প্রথম টেস্ট শুরুর আগে তিনি ফিটনেস টেস্ট পার করেছেন বলেই খবর। অর্থাৎ বৃহস্পতিবার এজবাস্টনে প্রথম টেস্ট তিনি খেলতে পারেন বলেও অজি শিবিরের খবর। অ্যাসেজে সিরিজে খাওয়াজার রেকর্ড বেশ চমকপ্রদ।

স্টিভ ওয়া-র সতর্কবার্তা

স্টিভ ওয়া-র সতর্কবার্তা

বল বিকৃতি কাণ্ডে এক বছরের নির্বাসন কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফেরা স্টিভ স্মিথ বিশ্বকাপে বেশ ভালো পারফরম্য়ান্স করেন। যদিও ইংল্য়ান্ডে বিশ্বকাপ চলাকালীন স্টিভকে দর্শকাসন থেকে 'চিটার' কটূক্তি হজম করতে হয়। অ্যাসেজেও ইংল্যান্ডের দর্শকরা স্টিভ স্মিথকে একই ভাবে উত্যক্ত করলে তিনি নিজের সেরাটা দেবেন এবং তা হোম টিমের কাছে খুব একটা সুখকর হবে না বলেই মনে করেন অজি লেজেন্ড স্টিভ ওয়া। এধরনের পরিস্থিতিতে স্মিথ বেশি করে জ্বলে ওঠেন বলে ইংল্যান্ডকে সতর্ক করেছেন ওয়া।

English summary
Australia scares of injury ahead of 1st Ashes test, Steve Waugh issues warning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X