For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বল বিকৃতি কলঙ্ক থেকে ঘুরে দাঁড়িয়ে অ্যাসেজ রক্ষা, অজিদের ঘুড়ে দাঁড়ানো নিয়ে তৈরি নয়া ওয়েব সিরিজ

সালটা ২০১৮, দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতি করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন তিন অজি ক্রিকেটার। রাতারাতি নায়ক থেকে তাঁরা খলনায়ক। মুহূর্তে অজি ক্রিকেটে কলঙ্কের দাগ!

  • |
Google Oneindia Bengali News

সালটা ২০১৮, দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতি করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন তিন অজি ক্রিকেটার। রাতারাতি নায়ক থেকে তাঁরা খলনায়ক। মুহূর্তে অজি ক্রিকেটে কলঙ্কের দাগ!

কাট টু ২০১৯ ইংল্যান্ড। বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের মধুর প্রতিশোধ। ইংল্যান্ডের ডেরায় অ্যাসেজ রক্ষা করে অজি ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-২ স্কোরলাইনে ড্র করে টিম পেইন অ্যান্ড কোম্পানি। এই অ্যাসেজের হাত ধরেই ফের ক্রিকেট সাম্রাজ্যের সুনামের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তন।

তারেকের পাক সমালোচনা

তারেকের পাক সমালোচনা

পাকিস্তানের শাসক শ্রেণি কখনই চায় না যে দেশ থেকে দারিদ্র্য শেষ হয়ে যাক। যদি এমন হয় তাহলে এদের আর কোনও প্রয়োজন পড়বে না। এই বলে পাকিস্তান সরকারকে একহাত নিলেন পাক বংশোদ্ভূত কানাডার বাসিন্দা তথা প্রখ্যাত লেখক তারেক ফতেহ। নরেন্দ্র মোদীর পাকিস্তানকে আক্রমণের প্রক্ষিতে তিনিও কড়া আক্রমণ করেন পাক সরকারকে।

অজিদের ঘুড়ে দাঁড়ানো নিয়ে তৈরি নয়া ওয়েব সিরিজ

অজিদের ঘুড়ে দাঁড়ানো নিয়ে তৈরি নয়া ওয়েব সিরিজ

অজি ক্রিকেট দলের এই জার্নিই এবার দেখা যাবে পর্দায়। ২০১৮ সালে বল বিকৃতি থেকে ২০১৯ সলে অ্যাসেজ পুনরুদ্ধার পর্যন্ত পর্বটি নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। মুক্তি পেল সেই ডকুমেন্টারির কয়েক ঝলক। ডকুমেন্টারির নাম দেওয়া হয়েছে, 'দ্য টেস্ট, এ নিউ এরা ফর অস্ট্রেলিয়াস টিম।' ডকুমেন্টারি মুক্তি পাবে পরের বছর। ২০০-র বেশি দেশে এই ডকুমেন্টারি আমাজন প্রাইম প্ল্যাটফর্মে দেখা যাবে।

নটবরের মত

নটবরের মত

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। জাতিসংঘে পাকিস্তান একলা হয়ে পড়েছে। কেউ তাদের সমর্থন করছে না। কূটনৈতিক এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিংয়ের।

কী দেখবেন ভিডিওতে

কী দেখবেন ভিডিওতে

১ মিনিট ২৬ সেকেন্ডের ট্রেলরের শুরুতেই দেখা গিয়েছে অজি দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার দলকে উদ্বুদ্ধ করছেন। যেখানে প্রতিটি ক্রিকেটারকে চাঙ্গা করতে মোটিভেট করছেন ল্যাঙ্গার। এভাবেই কলঙ্ক থেকে অজি দলের ঘুরে দাঁড়ানো দেখানো হয়েছে।

গুলবার্গে বন্যা পরিস্থিতি

গুলবার্গে বন্যা পরিস্থিতি

কর্ণাটকের গুলবার্গে অতিবৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় ও রাজ্য প্রশাসনের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা একযোগে বিপদে পড়া মানুষদের বাঁচিয়ে আনার চেষ্টা করছে বলে জানা গিয়েছে।

অস্ট্রেলিয়ার উত্থানের কাহিনিই মূল আকর্ষণ

এরপর ধাপে ধাপে অ্যাসেজ টেস্ট সিরিজ, স্মিথের একের পর একে অবিশ্বাস্য ইনিংস, জোফরা আর্চারের বলে স্মিথের চোট লাগার মুহূর্তগুলি ডকুমেন্টারিতে গাঁথা হয়েছে।

ভিডিওতে ২০১৯ অ্যাসেজের সবচেয়ে থ্রিলার হেডিংলে টেস্টের অংশ থাকছে। যেখানে একা হাতে অজিদের মুখের গ্রাস করে জয় ছিনিয়ে নিয়েছিলেন বেন স্টোকস। শেষ উইকেট ম্যাচ জিতছিল ইংল্যান্ড। এভাবেই ধাপে ধাপে কলঙ্ক মুছে ফেলে নয়া অস্ট্রেলিয়ার উত্থানের কাহিনি তুলে ধরা হয়েছে।

কাশ্মীরি নেতার সমর্থন মোদীকে

কাশ্মীরি নেতার সমর্থন মোদীকে

নরেন্দ্র মোদীর পাক আক্রমণকে সমর্থন করলেন পাক অধীকৃত কাশ্মীরের নেতা শওকত আলি কাশ্মীরি। তাঁর মতে, ভারতের প্রধানমন্ত্রী উচিত কথাই বলেছেন। যেকোনও দেশেই সন্ত্রাসের আমদানি করছে পাকিস্তান।

রাজুর প্রতিবাদ

রাজুর প্রতিবাদ

উরিতে সেনার উপরে জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানে অনুষ্ঠান বাতিল করলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। তিনি স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানান, উরি হামলায় নিহত জওয়ানদের পরিবারের যন্ত্রনা দেখার পর তাঁর পক্ষে পাকিস্তানে অনুষ্ঠান করা সম্ভব নয়। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

গায়ে গন্ধ নিয়ে খোঁটা দেওয়ায় প্রেমিকাকে খুন

গায়ে গন্ধ নিয়ে খোঁটা দেওয়ায় প্রেমিকাকে খুন

শরীরে দু্র্গন্ধ নিয়ে প্রেমিকের কাছে বারবারই অভিযোগ করতেন বিভা নামে এক মহিলা। এতে উত্যক্ত হয়ে প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করল প্রেমিক। পুলিশ জানিয়েছে, ২৫ বছরের বিভার সাত বছরের এক সন্তান রয়েছে। তিনি ভোলা নামে অভিযুক্ত যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। তারা পাটনার বিষ্ণুপুরে লিভ ইন করতেন। পরে পুলিশ ভোলাকে গ্রেফতার করেছে।

বাল্টিমোরে বন্দুকবাজের হামলা

বাল্টিমোরে বন্দুকবাজের হামলা

ওয়াশিংটনের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে বন্দুকবাজের হামলা। শনিবার স্থানীয় সময রাত সাড়ে ৮টা নাগাদ একটি অনুষ্ঠানের মাঝে হঠাৎই বেপরোয়া গুলি চালাতে শুরু করে ৩ বন্দুকবাজ। ঘটনায় গুলিবিদ্ধ তিন বছরের শিশু সহ ৮ জন। দুষ্কৃতীকে ধরা যায়নি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অমিত শাহের ভাষণ কেরলে

অমিত শাহের ভাষণ কেরলে

১৭টা জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা সেনা রুখে দিয়েছিল। সেই হতাশা থেকে উরি সেনা ছাউনিতে হামলা চালিয়েছে পাক জঙ্গিরা। কেরলের কোঝিকোড়ে বিজেপির জাতীয় কাউন্সিলের উদ্বোধনী ভাষণে এমনই দাবি করলেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এই বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

করণের বাণী

করণের বাণী

উরি হামলার ঘটনায় পাকিস্তানের ওপর মানুষের ক্ষোভ হওয়া স্বাভাবিক। তবে পাকিস্তানী শিল্পীদের বয়কট করে এই সন্ত্রাসের শেষ হবে না, মন্তব্য বলিউড পরিচালক করণ জোহরের। তিনি বলেন, উরিতে সেনা জওয়ানদের মৃত্যুতে তিনিও ভীষণ আঘাত পেয়েছেন। কিন্তু এর সমাধান পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি করে হতে পারে না।

চিনারপার্ক এলাকায় মধুচক্রের হদিশ

চিনারপার্ক এলাকায় মধুচক্রের হদিশ

রাজারহাটের চিনারপার্ক এলাকায় এক মধুচক্রের হদিশ পেল পুলিশ। একটি হোটেলের মধ্যে এই মধুচক্রের আসর বসানো হতো বলে পুলিশের কাছে খবর ছিল। সেইমতো হানা দিয়ে চক্রের মূল পাণ্ডা সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অশ্বিনের কৃতিত্ব

অশ্বিনের কৃতিত্ব

ভারতীয় ও এশিয় হিসাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়লেন ভারতের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। এদিন মাত্র ৩৭টি টেস্ট খেলে ২০০টি উইকেট নিলেন তিনি। এত কম টেস্ট খেলে এই কৃতিত্ব আর কোনও ভারতীয় অথবা এশিয় খেলোয়াড়ের নেই।

English summary
Australia's rise from ball tampering to Ashes winners, a new New TV series named 'The Test'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X