For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব টেনিস ম্যাচ ফিক্সিংয়ের মাথা হয়ে ওঠা ভারতীয়ের ওপর নজর সৌরভ শিবিরের

বিশ্ব টেনিস ম্যাচ ফিক্সিংয়ের কিংপিং ভারতীয়ের ওপর নজর সৌরভ শিবিরের

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব টেনিস ম্যাচ ফিক্সিং চক্রের মাথা হিসেবে উঠে এসেছে এক ভারতীয়ের নাম। বিষয়টি জানার পরেই ওই ব্যক্তির ঠিকুজি-কুষ্ঠি খতিয়ে দেখতে শুরু করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে ওই ব্যক্তির কোনও যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী শাখা।

বিশ্ব টেনিস ম্যাচ ফিক্সিংয়ের মাথা হয়ে ওঠা ভারতীয়ের ওপর নজর সৌরভ শিবিরের

গত শনিবার অস্ট্রেলিয়া পুলিশ রবিন্দর দান্দিওয়াল নামে পাঞ্জাবের মোহালির বাসিন্দা ব্যক্তির নাম বিশ্ব টেনিস ম্যাচ ফিক্সিং কাণ্ডের মাথা বলে উল্লেখ করেছে। ওই ব্যক্তি বিশ্বের পিছনের সারির টেনিস খেলোয়াড়দের মোটা টাকার বিনিময়ে ম্যাচ ছেড়ে দেওযার প্রস্তাব দেয় বলে অভিযোগ। যদিও অভিযু্ক্ত এখন অজি পুলিশের হাতে ধরা পড়েনি। এই চক্রে রবিন্দর দান্দিওয়ালের সঙ্গে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। চক্রের সঙ্গে আর কোনও ভারতীয় যুক্ত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার মেলবোর্নের নাগরিক তথা ভারতীয় বংশোদ্ভুত বুকি রাজেশ কুমার এবং হরসীমরত সিং ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালে ব্রাজিল ও মিশরের টেনিস টুর্নামেন্টে ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি চক্রের হয়ে কাজ করে রাজেশ ও হরসীমরত। রবিন্দর দান্দিওয়াল সেই চক্রেরই মাথা বলে দাবি অস্ট্রেলিয় পুলিশের।

এদিকে অস্ট্রেলিয়া পুলিশের বক্তব্যে নড়েচড়ে বসেছে বিসিসিআই। টেনিসের পাশাপাশি রবিন্দর দান্দিওয়াল ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গেও জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী শাখার প্রধান অজিত সিং। ইতিমধ্যেই তদন্ত করে তিনি জেনেছেন যে পাঞ্জাবের মোহালির বাসিন্দা হলেও মধ্য-প্রাচ্য ও সংলগ্ন দেশে যোগাযোগ রয়েছে রবিন্দরের। বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়া ছোটখাটো ক্রিকেট লিগের উদ্যোক্তাদের তালিকায় দান্দিওয়ালের নাম নিয়মিত দেখা যায় বলেও জানিয়েছেন বিসিসিআইয়ের দুর্নীতি বিরোধী শাখার প্রধান অজিত সিং।

খোঁজ-খবর নিয়ে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে রবিন্দর দান্দিওয়ালের। 'দান্দিওয়াল এ.কে.এ. আরএস দান্দিয়াল' নামে প্রোফাইল খুলে রেখেছেন। সোশ্যাল অ্যাকাউন্টে নিজেকে ভারতীয় ক্রিকেট কাউন্সিলের জেনারেল সেক্রেটারি, ক্রিকেট প্রিমিয়ার লিগের চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়েছে দান্দিওয়াল। সেই প্রোফাইল খতিয়ে দেখে বিসিসিআইয়ের দুর্নীতি বিরোধী শাখার প্রধান অজিত সিংয়ের বক্তব্য, নেপালে একটি ক্রিকেট লিগ আয়োজন করেছিল দান্দিওয়াল। সেই টুর্নামেন্টে দুর্নীতির অভিযোগ ওঠে। তখন থেকেই দান্দিওয়াল আইসিসি-রও নজরে রয়েছে বলে দাবি অজিত সিংয়ের।

 করোনার আবহে কবে মাঠে নেমে অনুশীলন বিরাটদের, জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ করোনার আবহে কবে মাঠে নেমে অনুশীলন বিরাটদের, জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ

English summary
Australia's fixing racket kingpin who is an Indian on BCCI radar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X