For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া-নিউজিল্য়ান্ডের বক্সিং ডে টেস্টে কাঁটা মেলবোর্নের আগুনে পিচ!

অস্ট্রেলিয়া-নিউজিল্য়ান্ডের বক্সিং ডে টেস্টে কাঁটা মেলবোর্নের আগুনে পিচ!

  • |
Google Oneindia Bengali News

মেলবোর্নের আগুনে পিচ ফিরিয়ে আনল প্রয়াত ক্রিকেটার ফিল হিউজের স্মৃতি। পিচের অবস্থা দেখে অস্ট্রেলিয়ার জনপ্রিয় মার্শ শেফিল্ড শিল্ডের ম্যাচ বাধ্য হয়ে বন্ধ করে দিলেন আম্পায়াররা। এই পিচেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে বক্সিং ডে টেস্ট কীভাবে আয়োজন করা সম্ভব, তা নিয়ে চিন্তা দেখা দিয়েছে।

অস্ট্রেলিয়া-নিউজিল্য়ান্ডের বক্সিং ডে টেস্টে কাঁটা মেলবোর্নের আগুনে পিচ!

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার মধ্যে মার্শ শেফিল্ড শিল্ডের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ চলছিল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করছিলেন সে দেশের জাতীয় দলের তারকা শন মার্শ ও মার্কাস স্টোইনিস। পিচের অনিয়মিত বাউন্স বুঝতে তাঁদের রীতিমতো কালঘাম ছুটে যায়। হঠাৎ হঠাৎ উঠে আসা বলে লেগে আহতও হন দুই ব্যাটসম্যান। বাধ্য হয়ে মার্শ ও স্টোইনিস আম্পায়ারের শরণাপন্ন হন।

আম্পায়ার ফিলিপ গিলেসপি ও জিওফ জোসুয়া মেলবোর্নের গ্রাউন্ড স্টাফদের কাছে পিচ রোল করাতে বলেন। তাতেও পিচের চরিত্র পরিবর্তন না হওয়ায় য়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার মধ্যে মার্শ শেফিল্ড শিল্ডের প্রথম দিনের খেলা বন্ধ করে দেওয়া হয়। ঘটনায় হতাশ হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ডের মধ্যে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচ হওয়ার কথা মেলবোর্নের এই পিচে। ওই ম্য়াচ শুরুর আগে কীভাবে মেলবোর্নের পিচের চরিত্র পরিবর্তন করা যায়, তা নিয়ে চিন্তায় মাঠ কর্তপক্ষ ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

English summary
Australia's domestic match has suspended due to MCG pitch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X