For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শার্দুল-সুন্দরের ব্যাটে জমে গেল ব্রিসবেন টেস্টের লড়াই, তৃতীয় দিনের শেষে অজিরা কত রানে এগিয়ে

শার্দুল-সুন্দরের ব্যাটে জমে গেল ব্রিসবেন টেস্টের লড়াই, তৃতীয় দিনের শেষে অজিরা কত রানে এগিয়ে

  • |
Google Oneindia Bengali News

শার্দুল-সুন্দরের ব্যাটে জমে গেল ব্রিসবেন টেস্টের লড়াই। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩৬৯ এর জবাবে ৩৩৬ রানে অলআউট ভারত। অভিষেক টেস্টে এদিন হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে কঠিন সময়ে টেনে তোলেন ওয়াশিংটন সুন্দর। ১৪৪ বল খেলে ৬২ রান হাঁকান সুন্দর।

শার্দুল-সুন্দরের ব্যাটে জমে গেল ব্রিসবেন টেস্টের লড়াই, তৃতীয় দিনের শেষে অজিরা কত রানে এগিয়ে

তরুণ সুন্দরের পাশাপাশি এদিন শার্দুলের ব্যাটে কেরিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি। ১১৫ বলে শার্দুল ৬৭ রান হাঁকান। সপ্তম উইকেটে জুটিতে ২১৭ বল খেলে ১২৩ রান যোগ করেন। এই সেঞ্চুরি পার্টনারশিপে ভর করেই ভারত তিনশোর বেশি রান তুলে অলআউট হয়।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৬ ওভার খেলে, কোনও উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে। ওয়ার্নার ২০ ও হ্যারিস ১ রান হাঁকান। তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া ভারতের থেকে ৫৪ রানে এগিয়ে রয়েছে।

চোট আঘাতে জেরবার হওয়ার কারণে ব্রিসবেন টেস্টে ভারতের এগারো জনের দল সাজানো নিয়েই সমস্যা তৈরি হয়েছিল। সেখানেই গাব্বায় রিসার্ভ বেঞ্চের ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে বাধ্য হয় ভারত। কিন্তু সুযোগ পেলে তারাও যে ব্যাটে-বলে জ্বলে উঠে ভারতকে লড়াই দিতে পারেন, দলের তরুণ ব্রিগেড গাব্বা থেকে সেই বার্তাই দিল।

ব্রিসেবেন বল হাতে সুন্দর ৩ উইকেট নেওয়ার পর ব্যাটে হাফ সেঞ্চুরি হাঁকান। শার্দুলের ক্ষেত্রেও তাই। অজি সফরের চতুর্থ টেস্টে নামার আগে মাত্র ১টি টেস্ট খেলেছেন শার্দুল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৮ সালে সেই টেস্ট চোটের জন্য বোলিং করার আগেই ছিটকে যান।

এবার শামি-উমেশ-বুমরাহদের চোটের কারণে সুযোগ এসে পড়তেই কাজে লাগালেন মুম্বইকর। বলে ৩টি উইকেট নেওয়ার পর ব্যাটে হাফ সেঞ্চুরি হাঁকান। দলের লোয়ার মিডল অর্ডারের এই পারফর্ম্যান্স ভর করে গাব্বায় গর্জন ভারতের।

চতুর্থ দিন বল হাতে সুন্দর-নটরাজন-শার্দুলটা অজিদের চাপে রাখতে পারলে শেষ টেস্টে সুবিধেজনক জায়গায় যেতে পারে ভারত। সিরিজ ফল এখন ১-১ রয়েছে।

English summary
Australia lead by 54 runs end of day3 in Ind vs Aus 4th test, after india all out for 336
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X