For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০-এ ৯ ভাগ সম্ভাবনা! বিরাট কোহলিদের নিয়ে এ কোন পূর্বাভাস ক্রিকেট অস্ট্রেলিয়ার?

১০-এ ৯ ভাগ সম্ভাবনা! বিরাট কোহলিদের নিয়ে এ কোন পূর্বাভাস ক্রিকেট অস্ট্রেলিয়ার?

  • |
Google Oneindia Bengali News

আগামী ডিসেম্বরে টিম ইন্ডিয়া তাদের দেশের সফর করতে পারবে বলেই মনে করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারত বনাম অস্ট্রেলিয়ার বহু চর্চিত টেস্ট সিরিজ হবে বলেও ডেভিড ওয়ার্নারদের ক্রিকেট বোর্ডের তরফে দাবি করা হয়েছে। ডিসেম্বরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই আশা ক্রিকেট অস্ট্রেলিয়ার।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫২ লক্ষে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজারে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের। অস্ট্রেলিয়ায় মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত হাজার পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন একশোরও বেশি মানুষ।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাবে সেই টুর্নামেন্টের ভবিষ্যত প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে টুর্নামেন্টের সব যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। অন্যদিকে ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। দুই দলের মধ্যে চারটি টেস্ট ও ওয়ান ডে ম্যাচ হওয়ার কথা।

জারি নিষেধাজ্ঞা

জারি নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে তাঁদের দেশে বিদেশিদের প্রবেশ নিষেধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞার মেয়াদ আরও কয়েক মাস বাড়তে পারে বলে খবর। তেমনটা হলে টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক সিরিজও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বিসিসিআই-র বক্তব্য

বিসিসিআই-র বক্তব্য

এ ব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে রাজি হয়নি বিসিসিআই। ততদিনে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলে এলে পরিস্থিতি অন্যরকম হতে পারে বলে ভারতীয় বোর্ডের আশা। তবে করোনা ভাইরাসের প্রভাব কাটার সঙ্গে সঙ্গে ক্রিকেট শুরু করা কঠিন হবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়া

বিসিসিআই-র মধ্যে দোনোমনো ভাব চোখে পড়লেও ডিসেম্বরে টিম ইন্ডিয়ার সফর নিয়ে কিন্তু পুরোপুরি আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া। ওই বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার কেভিন রবার্টস বলেছেন, ১০-এর মধ্যে ৯ ভাগে নিশ্চিত যে বিরাট কোহলিরা স্টিভ স্মিথদের বিরুদ্ধে খেলতে নামবেন। ডিসেম্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলেই মনে করেন রবার্টস। এমনকী সেই সময় দর্শকপূর্ণ স্টেডিয়ামেই ম্যাচ হবে বলে আশা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও।

English summary
Australia is confident about Team India's tour on their soil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X