For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের জন্মদিন আজ, মেলবোর্নে ঐতিহাসিক সেই ODI-এর নানা পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের জন্মদিন আজ। ১৯৭১ সালের ৫ জানুয়ারি প্রথম ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। খেলা দেখেছিলেন ৪৬ হাজার ৬ জন। ঐতিহাসিক সেই ম্যাচটি ছিল ৪০ ওভারের, প্রতি ওভার ছিল ৮ বলের। কিন্তু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড (এমসিসি)-এর মধ্যে কোনও দলই পুরো ওভার খেলতে পারেনি।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের জন্মদিন আজ

সেই ম্যাচটিতে আম্পায়ারিং করেছিলেন অস্ট্রেলিয়ার লৌ রোয়ান ও টম ব্রুকস। স্কোরার ছিলেন অস্ট্রেলিয়ার এমপি রিংহ্যাম ও ইংল্যান্ডের জিসিএ সাউলেজ। অস্ট্রেলিয়ার দ্বাদশ ব্যক্তি ছিলেন জেডব্লু গ্লিসন, ইংল্যান্ডের দ্বাদশ ব্যক্তি হিসেবে কেউ ছিলেন না। প্রথম ওডিআই, ফলে ২২ জন ক্রিকেটারের ওডিআই অভিষেক হয়েছিল। রে ইলিংওয়ার্থের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলে ছিলেন জিওফ্রে বয়কট, জন এডরিচ, কিথ ফ্লেচার, বেসিল ডি'অলিভেইরা, জন হ্যাম্পশায়ার, কলিন কাউড্রে, অ্যালান নট, জন স্নো, কেন শাটলওয়ার্থ ও পিটার লেভার।

অস্ট্রেলিয়া দল নেমেছিল বিল লরির নেতৃত্বে। ছিলেন কিথ স্ট্যাকপোল, ইয়ান চ্যাপেল, ডগ ওয়াল্টার্স, ইয়ান রেডপাথ, গ্রেগ চ্যাপেল, রডনি মার্শ, অ্যাশলে ম্যালেট, গ্রাহাম ম্যাকেনজি, অ্যালান কনোলি ও অ্যালান থমসন। টস জিতেছিল অস্ট্রেলিয়া, প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভারটি করেছিলেন গ্রাহাম ম্যাকেনজি। একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে প্রথম আউট হন জিওফ্রে বয়কট। অ্যালান থমসনের শিকার হন ৩৭ বলে ৮ রান করে, ক্যাচ গিয়েছিল বিল লরির হাতে। বয়কট চার, ছয় কিছুই মারতে পারেননি।

একদিনের আন্তর্জাতিকে প্রথম রান আউট হন বেসিল ডি'অলিভেইরা। ইয়ান চ্যাপেলের থ্রো ধরে রান আউটটি করেছিলেন রডনি মার্শ। প্রথম বোল্ড আউট হন রে ইলিংওয়ার্থ, তাঁকে আউট করেছিলেন কিথ স্ট্যাকপোল। ৩৯.৪ ওভারে ইংল্যান্ড অল আউট হয়ে গিয়েছিল ১৯০ রানে। চারটি চারের সাহায্যে ১১৯ বলে ৮২ রান করেছিলেন জন এডরিচ। একদিনের আন্তর্জাতিকে প্রথম অর্ধশতরানটি এসেছিল তাঁর ব্যাট থেকেই। অ্যাশলে ম্যালেট ও কিথ স্ট্যাকপোল তিনটি করে উইকেট দখল করেছিলেন। জবাবে খেলতে নেমে ৩৪.৬ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল অজিরা। ১০৩ বলে ৬০ রান করেছিলেন ইয়ান চ্যাপেল। তবে ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন এডরিচ। এই ম্যাচে কেউই শূন্য রানে আউট হননি।

প্রথম একদিনের আন্তর্জাতিক হওয়ার নেপথ্য কারণও চমকপ্রদ। সেবার অস্ট্রেলিয়ায় অ্যাশেজ খেলতে গিয়েছিল ইংল্যান্ড। দুটি টেস্ট ভালোয় ভালোয় হলেও তৃতীয় টেস্টের প্রথম চারদিন বৃষ্টিতে ধুয়ে যায়। আর্থিক ক্ষতি এড়ানোর লক্ষ্যে ওডিআই ম্যাচ আয়োজনের প্রস্তাব অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফে দেওয়া হয়। মেনে নিয়েছিল ইংল্যান্ড। প্রথম ওডিআইয়ের টিকিট বিক্রি হয়েছিল ৩৪ হাজার ডলারের।

English summary
The First Ever ODI Was Played 52 Years Ago On This Day. Australia Defeated England By 5 Wickets In That Match In Melbourne.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X