For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিতৃত্বকালীন ছুটি বিতর্কে অজি কোচকে পাশে পেলেন নেতা বিরাট

পিতৃত্বকালীন ছুটি বিতর্কে অজি কোচকে পাশে পেলেন নেতা বিরাট

  • |
Google Oneindia Bengali News

মা হতে চলেছেন স্ত্রী অনুষ্কা শর্মা। তাই বর্ডার-গাভাসকর ট্রফির মাত্র এক ম্যাচ খেলেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ক্রিকেট মহলে। কেউ বিরাট ও বিসিসিআই-এর পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন তো কারও মুখে বিরোধিতার সুর। ভারত অধিনায়কের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন কিংবদন্তি স্টিভ ওয়া। যদিও এই ইস্যুতে অস্ট্রেলিয়া দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারকে পাশে পেয়ে গেলেন ভিকে।

বিরাটের পাশে ল্যাঙ্গার

বিরাটের পাশে ল্যাঙ্গার

প্রতিদ্বন্দ্বিতা ভুলে ক্রিকেটীয় সৌজন্যের এক অনন্য নিদর্শন রাখলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁর কথায়, ক্রিকেট তারকা হওয়ার পাশাপাশি বিরাট একজন মানুষ। তাই এই ছুটি নেওয়ার অধিকার তাঁর আছে বলেই মনে করেন জাস্টিন। অস্ট্রেলিয়া শিবিরের কোনও সদস্যের সঙ্গে এমন ঘটনা ঘটলে তাঁকেও তিনি ছাড় দিতেন বলে জানিয়েছেন হেড কোচ।

টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের প্রভাব পড়বে কি!

টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের প্রভাব পড়বে কি!

বিরাট কোহলির মতো ক্রিকেটারের অনুপস্থিতি যে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে প্রভাব ফেলবে, তা মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। তবে বিরাটকে ছাড়াও ভারত যথেষ্ট শক্তিশালী এবং কঠিন দল বলে মনে করেন অজি প্রশিক্ষক। লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে ল্যাঙ্গারের বিশ্বাস।

বিরাট কোহলিই সেরা

বিরাট কোহলিই সেরা

শুধু ব্যাটিং নয়, মাঠে শরীরি ভাষায় দলকে উজ্জীবিত করার যে শক্তি বিরাট কোহলির মধ্যে রয়েছে, তা বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের মধ্যে দেখেননি জাস্টিন ল্যাঙ্গার। আর সে জন্যই বিরাট তাঁর চোখে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার।

ভারতের অস্ট্রেলিয়া সফর

ভারতের অস্ট্রেলিয়া সফর

২৭ নভেম্বর থেকে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে। দুই দলের মধ্যে প্রথমে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হবে। ৪ ডিসেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে টি-টোয়েন্টি মোকাবিলায় সামিল হবে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ। তার আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের প্রতি সদস্যকে।

{quiz_424}

English summary
Australia coach Jastin Langer stands beside Virat Kohli on paternity leave
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X