For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে ডেভিড ওয়ার্নারকে সামলাতে হবে বাড়তি দায়িত্ব, অবসর নিয়েও বিশেষ পরিকল্পনা

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে কাল নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে সুপার টুয়েলভ অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া। কিউয়িদের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নামছে অ্যারন ফিঞ্চের দল। যদিও অস্ট্রেলিয়া শিবির প্রার্থনা করছে যেন ম্যাথু ওয়েড চোট-আঘাতের সমস্যায় না পড়েন। কেন না, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে বিশেষজ্ঞ উইকেটকিপার বলতে একমাত্র ওয়েডই রয়েছেন।

টি ২০ বিশ্বকাপে ডেভিড ওয়ার্নারকে সামলাতে হবে বাড়তি দায়িত্ব

গলফ খেলতে গিয়ে জন ইনগ্লিস ছিটকে গিয়েছেন টি ২০ বিশ্বকাপ থেকেই। তাঁর পরিবর্ত হিসেবে কোনও উইকেটকিপার না নিয়ে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে ক্যাঙারু-বাহিনী। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের চিন্তা একটা বিষয় নিয়েই। ওয়েড যদি কোনও ম্যাচে খেলতে না পারেন তাহলে উইকেটকিপিং করবেন কে? এ ব্যাপারে মিচেল স্টার্ককে পর্যন্ত ভাবা হচ্ছিল। তবে আপাতত অস্ট্রেলিয়া উইকেটকিপিংয়ের দায়িত্ব প্রয়োজনে ওয়ার্নারকে দেওয়ার কথাই ভেবে রেখেছে।

আজ সাংবাদিক বৈঠকে ফিঞ্চ জানান, তিনি নিজেও অধিনায়কত্বের পাশাপাশি উইকেটকিপারের দায়িত্ব সামলাতে পারেন। যদিও খুব বেশি কিপিং করার অভিজ্ঞতা নেই (বিগ ব্যাশে কিপিং করেছেন ফিঞ্চ)। তবে ওয়ার্নার গতকাল অনুশীলনে কিপিং প্র্যাকটিস করেছেন। মিচেল স্টার্কও প্রথমদিকে কয়েক ওভার বল করে, মাঝে কিপিং গ্লাভস পরে উইকেটের পিছনে দাঁড়িয়ে আবার শেষের দিকের ওভারগুলি করতে পারেন। তবে দরকার পড়লে উইকেটকিপিং করার ব্যাপারে ওয়ার্নারই যে এগিয়ে তা স্পষ্ট করেছেন ফিঞ্চ। গ্রিন কালকের ম্যাচে যে খেলবেন না সে কথাও জানিয়েছেন অজি অধিনায়ক। তিনি বলেন, পারথ থেকে আজই সিডনিতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন গ্রিন। কভার হিসেবেই তাঁকে নেওয়া হয়েছে। আমরা এক উইকেটকিপার রেখে দল গঠনের ঝুঁকি নিয়েছি এই কারণেই যে, গ্রিন এলে দলে আরও বেশি ভারসাম্য আসবে।

এদিকে, ডেভিড ওয়ার্নার সিডনি মর্নিং হেরাল্ডে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি টি ২০ খেলা চালিয়ে যাব। ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপে খেলারও চেষ্টা করব। উল্লেখ্য, ওয়ার্নার বিগ ব্যাশে সিডনি থান্ডারের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ২০১৩-১৪ মরশুমে শেষবার এই ফ্র্য়াঞ্চাইজিতে তিনি খেলেছিলেন। ৩৫ বছরের অজি ওপেনার বলেন, আগামী বছর ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ খেলব। তারপরই টেস্ট খেলা চালিয়ে যাব কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। নিজেকে ফিট রাখার উপরই তিনি বেশি করে জোর দিচ্ছেন বলে জানিয়েছেন ওয়ার্নার। তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বিষয়টিকেই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

কোহলিকে ঘিরে অস্ট্রেলিয়ায় উন্মাদনা, অনুশীলনে ব্যাঘাত ঘটতেই ভক্তদের উদ্দেশে বিরাট বার্তাকোহলিকে ঘিরে অস্ট্রেলিয়ায় উন্মাদনা, অনুশীলনে ব্যাঘাত ঘটতেই ভক্তদের উদ্দেশে বিরাট বার্তা

English summary
Australia Captain Aaron Finch Says David Warner Will Keep Wickets If Required In T20 World Cup. Warner Aims To Take Part In 2024 T20 World Cup Also.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X