For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবরের শতরান সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসে হার পাকিস্তানের


 বাবর আজমের শতরানও পাকিস্তানের পতন আটকাতে ব্যর্থ হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম টেস্টে এক ইনিংস ও ৫ রানে হার হজম করতে হল আজহার আলি-দের।

  • |
Google Oneindia Bengali News

বাবর আজমের শতরানও পাকিস্তানের পতন আটকাতে ব্যর্থ হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম টেস্টে এক ইনিংস ও ৫ রানে হার হজম করতে হল আজহার আলি-দের। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইলেন অজিরা।

বাবরের শতরান সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসে হার পাকিস্তানের

ব্রিসবনের দ্য গাবায় অনুষ্ঠিত হওয়া এই টেস্ট ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক ও প্যাট কমিন্সের দাপটে প্রথম ইনিংসে মাত্র ২৪০ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। পাক শিবিরের হয়ে সর্বাধিক ১৩৪ বলে ৭৬ রান করেন আসাদ সফিক। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন স্টার্ক। প্রথম ইনিংসে ৩ জন পাক ব্যাটসম্যানকে আউট করেন প্যাট কমিন্স।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৮০ রান তোলে অস্ট্রেলিয়া। ২৯৬ বলে ১৫৪ রান করেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ২৭৯ বলে ১৮৫ রান করেন মারনাস লাবুসছাগনে। ৯৭ রানে আউট হন দ্বিতীয় অজি ওপেনার জো বার্ন। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন ইয়াসির শাহ। ২টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও হারিস সোহেল।

দ্বিতীয় ইনিংসে ৩৪০ রান তাড়া করতে নামা পাকিস্তানের ওপেনার শান মাসুদ (৪২) ছাড়া দলের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ব্যাট হাতে রুখে দাঁড়ান বাবর আজম। ১৭৩ বলে ১০৪ রান করেন তিনি। ১৪৫ বলে ৯৫ রান করেন মহম্মদ রিজওয়ান। তাও ম্যাচ এক ইনিংস ও ৫ রানে হারে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ৪ উইকেট নেন জোশ হ্যাজেলউড।

English summary
Australia beat Pakistan by innings and 5 runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X