For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০-এর আগে দুর্দান্ত ম্যাক্সওয়েল-ক্যারি, ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ জয়

আইপিএল ২০২০-এর আগে দুর্দান্ত ম্যাক্সওয়েল-ক্যারি, ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ জয়

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০-এর আগে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত পারফরম্যান্সে খুশি হবেন কিংস ইলেভেন পাঞ্জাবের সমর্থকরা। শতরান করলেন অস্ট্রেলিয় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিও। যাঁকে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠ কাঁপাতে দেখা যাবে। সবমিলিয়ে ইংল্যান্ডকে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ হারিয়ে টি-টোয়েন্টি পরাজয়ের মধুর বদলা নিল অ্যারন ফিঞ্চের দল।

বিশ্ব চ্যাম্পিয়নদের ডেরায় মধুর বদলা

বিশ্ব চ্যাম্পিয়নদের ডেরায় মধুর বদলা

২-১ ফলে অস্ট্রেলিয়াকে নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল ইংল্যান্ড। সেই অপমানের বদলা নিয়েই ফেলল অজিরা। বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ ফলে ওয়ান ডে সিরিজ হারাল অ্যারন ফিঞ্চের দল। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ান ডে-তে ইংল্যান্ডের দেওয়া ৩০৩ রানের লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।

আগে ব্যাট করে ইংল্যান্ড

আগে ব্যাট করে ইংল্যান্ড

তৃতীয় ওয়ান ডে-তে টসে জিতে আগে ব্যাট করে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০২ রান তোলে ব্রিটিশরা। ১২৬ বলে ১১২ রান করেন জনি বেয়ারস্টো। যিনি আইপিএল ২০২০-তে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান ভরসা হতে চলেছেন। ৫৮ বলে ৫৭ রান করেন স্যাম বিলিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অন্যতম সদস্য অ্যাডাম জাম্পা। ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ১ উইকেট নেন কলকাতা নাইট রাইডার্সের তারকা বোলার প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার জবাব

অস্ট্রেলিয়ার জবাব

জবাবে ২ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের দেওয়া লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। জয়ী শিবিরের হয়ে ৯০ বলে ১০৮ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ১১৪ বলে ১০৬ রান করেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ক্রিস ওকস, জো রুট। ১ উইকেট নেন রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার।

জমবে আইপিএল ২০২০

জমবে আইপিএল ২০২০

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা যে ফর্মে রয়েছে, তাতে এবারের আইপিএল ব্যাটে-বলে জমবে বলে মনে করেন ক্রিকেট ফ্যানরা। গ্লেন ম্যাক্সওয়েল, জনি বেয়ারস্টো, অ্যালেক্স ক্যারি, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সদের ধামাকাদার পারফরম্যান্স আইপিএল ২০২০-কে মুখরিত করবে বলে মনে করে ক্রিকেট বিশ্ব।

English summary
Australia beat England and wins One day series on their soil, Maxwell shines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X