For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে দিনরাতের টেস্ট সহ পুরো সূচি প্রকাশ অস্ট্রেলিয়ার, অক্টোবরে শুরু সফর

ভারতের বিরুদ্ধে দিনরাতের টেস্ট সহ পুরো সূচি প্রকাশ অস্ট্রেলিয়ার, অক্টোবরে শুরু সফর

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে বন্ধ হয়ে রয়েছে ক্রিকেট। স্থগিত হয়ে রয়েছে আইপিএল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তার মধ্যেও নিজেদের মাটিতে বিরাট কোহলিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি, টেস্ট ও ওয়ান ডে সিরিজের সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সূচিতে রয়েছে দিনরাতের টেস্ট।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী ৫৮ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা সাড়ে চার হাজার পেরিয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত হাজার পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন একশোরও বেশি মানুষ।

বন্ধ ক্রিকেটে

বন্ধ ক্রিকেটে

করোনা ভাইরাসের জেরে দুই দেশেই জারি রয়েছে লকডাউন। ভারতে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হলেও অস্ট্রেলিয়ায় এখনও সবকিছু স্বাভাবিক হয়নি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেদেশে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি সিরিজ

অনিশ্চয়তার মধ্যেও নিজেদের মাটিতে বিরাট কোহলিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ১১ অক্টোবর ব্রিসবনের গাবাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ১৪ ও ১৭ অক্টোবর যথাক্রমে ক্যানবেরার মানুকা ওভাল ও অ্যাডিলেড ওভালে দুই দলের মধ্যে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে।

টেস্ট সিরিজ

টেস্ট সিরিজ

ডিসেম্বরে দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ আয়োজন করার সুযোগ পাচ্ছে ব্রিসবনের গাবা। ৩ ডিসেম্বর শুরু হবে এই ম্যাচ। শেষ হবে ৭ ডিসেম্বর। ১১ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে অ্যাডিলেডে। এই ম্যাচ দিন রাতের ফর্ম্যাটে হবে। ১৫ ডিসেম্বর শেষ হবে ম্যাচ। ২৬ ডিসেম্বর বক্সিং ডে-র টেস্ট শুরু হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। শেষ হবে ৩০ তারিখ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ৩ জানুয়ারি শুরু হবে। শেষ হবে ৭ জানুয়ারি।

ওয়ান ডে সিরিজ

ওয়ান ডে সিরিজ

১২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ। প্রথম ম্যাচ হবে পার্থ স্টেডিয়ামে। ১৫ ও ১৭ জানুয়ারি যথাক্রমে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০১৮-তে সিরিজ জয়

২০১৮-তে সিরিজ জয়

২০১৮ সালে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারত। অজিদের জমিতে সেই প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। যদিও এখনও ব্রিসবনের গাবা-তে কোনও টেস্ট জিততে পারেনি ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে ১৯৮৮ সালের পর এই মাঠে কোনও টেস্ট ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। বিরাট কোহলিরা সেই হিসেব এবার ওলোট-পালোট করে দিতে পারেন কিনা, সেটাই দেখার।

আম্ফান বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ফুটবলাররা, নিচ্ছেন মহৎ উদ্যোগআম্ফান বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ফুটবলাররা, নিচ্ছেন মহৎ উদ্যোগ

English summary
Australia announces the full schedule of T20, test and test series against India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X